শেষ তিন দফার ভোট একসঙ্গে করা সম্ভব নয়, জানিয়ে দিল কমিশন

বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে, শেষ তিন দফার ভোট একসঙ্গে করতে গেলে যত বাহিনীর প্রয়োজন তা বাংলায় নেই৷

0
161

নয়াদিল্লি: আট দফাতেই শেষ হবে খেলা৷

শেষ তিন দফার ভোট একসঙ্গে নয়৷ জল্পনা খারিজ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)৷ গোটা দেশের মতো বিধানসভা নির্বাচন চলা পশ্চিমবঙ্গেও (West Bengal) করোনার প্রকোপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে৷ এমন পরিস্থিতিতে শুক্রবার সর্বদল বৈঠকের ডাক দেয় নির্বাচন কমিশন৷ তারপর থেকেই জল্পনা ছড়ায় ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ভোট হবে একদফাতেই৷ কিন্তু সে সম্ভাবনা খারিজ করে দিয়েছে কমিশন৷

- Advertisement -

তার মানে পূর্ব নির্ধারিত সূচি মেনেই ভোট হবে রাজ্যে৷ বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে, শেষ তিন দফার ভোট একসঙ্গে করতে গেলে যত বাহিনীর প্রয়োজন তা বাংলায় নেই৷ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে লেখেন, ‘‘অতিমারির মধ্যে কমিশনের ৮ দফা ভোট করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি৷ বর্তমানে যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আমি কমিশনকে অনুরোধ করছি বাকি দফার ভোট এক দফাতেই সারা হোক৷ এর ফলে কোভিড সংক্রমণ থেকে দূরে থাকতে পারবেন মানুষ৷’’

তাহলে আগামিকাল সর্বদলীয় বৈঠকে আলোচনার বিষয় কী হতে পারে? কমিশন সূত্রে বলা হচ্ছে, এক্ষেত্রে জনসমাবেশে রাশ টানা হতে পারে৷ মিটিং-মিছিলের সংখ্যা রাজনৈতিক দলকে কমানোর কথা বলা হতে পারে৷ বড় জনসভা না করে সামাজির দূরত্ব রেখে ছোট সভা করা, সভায় উপস্থিতদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরা ইত্যাদি সুনিশ্চিত করতে হবে৷