থিক থিক করছে কালো মাথা, এত আনন্দ না ফের করোনাকে ডেকে আনে…

0
55

খাস প্রতিবেদন: চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ অসমর্থিত সূত্রের খবর. দৈনিক মৃত্যুর সংখ্যা ন’হাজার ছাড়িয়েছে৷ এমন আবহে অতীতের মতো কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ কিন্তু আদতে আমি, আপনি কিংবা আমরা কি সেই সতর্কবাণী মেনে চলেছি? দিঘা থেকে দার্জিলিং, বর্ষ বিদায় ও বর্ষ বরণের অনুষ্ঠানকে ঘিরে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু অন্য কথা বলছে৷

সমুদ্র শহর হোক কিংবা পাহাড়৷ ছবি থেকে স্পষ্ট৷ দূরত্ব বিধির বালাই নেই! মাস্কও নেই মুখে৷ স্বভাবতই পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন ঢল দেখে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল৷ প্রশ্নের মুখে জেলা প্রশাসনও৷ যদিও পিপু ফিশুর (পিঠ পুড়ছে ফিরে শু) স্টাইলে সবপক্ষই একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়িয়ে গিয়েছেন৷ অন্যদিকে বছরের শেষ দিন কিংবা নতুন বছরের শুরুতে রাজ্যের প্রায় প্রতিটি পর্যটন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখে মুখের হাসি চওড়া হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের৷ তাঁরা বলছেন, ‘‘অনেকদিন পর এমন লাভের মুখ দেখলাম৷ যা একেবারে অপ্রত্যাশিত ছিল৷’’

- Advertisement -

তবে এমন অতি আনন্দের বহর দেখে উৎকন্ঠা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা৷ তাঁরা বলছেন, আনন্দের নামে এমন বাড়াবাড়ি না নিরানন্দ হয়ে ফিরে আসে! কারণ বাঁকুড়ার মুকুটমনিপুর থেকে শুরু করে দিঘা, বকখালি থেকে শুরু করে দার্জিলিং, এমনকি কলকাতার চিড়িয়াখানা কিংবা যাদুঘর, ভিক্টোরিয়া- সবর্ত্রই বছরের শেষ দিনে যেভাবে কালো মাথা থিক থিক করতে দেখা গিয়েছে, তাতে নতুন করে সংক্রমণ দেখা দিলে পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছাবে সেটাই ভেবে ভয়ে শিউড়ে উঠছেন অনেকেই৷

আরও পড়ুন: বাংলার রাজনীতিতে কথার মধু ঝরছে, ভাবখানা এমন- মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না