কোভিড যোদ্ধা সেলিনাকে সম্মান জানালেন বিধায়ক

0
63

রায়গঞ্জ: কোভিড যোদ্ধা সেলিনা খাতুনকে দ্বিতীয়বারের জন্য কোভিড যোদ্ধা হিসেবে পুরষ্কৃত করলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে মহিলা অ্যাম্বুলেন্স চালক সেলিনা খাতুনের সঙ্গে দেখা করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তার হাতে কোভিড যোদ্ধা হিসেবে ৫০হাজার টাকার চেক তুলে দেন তিনি।

আরও পড়ুন: মোদি সরকারের চাকরি ছাড়লেন মমতা ঘনিষ্ঠ আলাপন

- Advertisement -

বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, ‘হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রের সেলিনা খাতুন যেভাবে কোভিড রোগীদেরকে জন্য অ্যাম্বুলেন্সে পরিষেবা দিচ্ছেন, তাতে তাঁকে কুর্নিশ জানাই।’ ২০২০ সালে করোনার প্রভাব দেখা দেওয়ার সময় থেকেই রোগীদের অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আসছেন সেলিনা৷ সংবাদমাধ্যমে সেই খভর সম্প্রচারিত হওয়ার পর তিনিই প্রথমবার এসে সেলিনাকে পুরষ্কৃত করেছেন। এবারও করোনার সময় তাকে আবার পুরষ্কৃত করে তার খুব ভালো লাগছে বলে তিনি জানান।

অন্যদিকে চিকিৎসক রাহুল বিশ্বাস জানিয়েছেন, হেমতাবাদের সেলিনা গোটা পশ্চিমবাংলার একজন মহিলা নক্ষত্র। করোনার সময় সবাই যখন আতঙ্কে রয়েছে তখন সেলিনার মতন একজন মহিলা কোভিড রোগীদেরকে নিয়ে তার অ্যাম্বুলেন্সে যে পরিষেবা দিয়ে আসছেন তা প্রশংসনীয়। রায়গঞ্জের বিধায়ক পাশে দাঁড়ানোয় খুশি সেলিনা বলেন, ‘‘গতবারও আমার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল৷ উনি পাশে দাঁড়িয়েছিলেন৷ এবারেও দাঁড়ালেন৷ খুব ভাল লাগছে৷’’

করোনার ভয়ে সবাই যখন শিকল তুলে ঘরে বসেছিলেন তখনও একা এগিয়ে এসেছিলেন সেলিনা খাতুন। এলাকার সমস্ত করোনা-আক্রান্তকে তিনি একাই তাঁর অ্যাম্বুল্যান্সে করে নিয়ে গিয়েছেন চিকিৎসার জন্য। তার ‘খেসারত’ও দিতে হয়েছে। একা সেলিনাকে নয়, তাঁর গোটা পরিবারকে। ভয়াবহ সেই সময়টা কাটিয়ে এখন একটু স্বস্তি। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ ফের ভাবাচ্ছে উত্তর দিনাজপুরের এই তরুণীকে। ২০১৮ সাল থেকে সংসারের স্টিয়ারিং তাঁর হাতে। অ্যাম্বুল্যান্সের স্টিয়ারিংও। দিনদুপুর তো বটেই রাতবিরেতেও হেমতাবাদের একমাত্র ভরসা সেই সেলিনা। সেলিনা খাতুন। গোটা করোনা-কাল একমাত্র তিনিই অ্যাম্বুল্যান্সে করে হেমতাবাদের আক্রান্তদের নিয়ে গিয়েছেন জেলাসদরে— করোনা হাসপাতাল থেকে আইসোলেশন সেন্টার। সুস্থ হওয়ার পর সেলিনার অ্যাম্বুল্যান্সেই তাঁরা ফিরে এসেছেন নিজেদের গ্রামে।