সামাজিক দূরত্ব ছাড়াই ভ্যাকসিনের জন্য দীর্ঘ লাইনে ত্রিপুরাবাসী

0
57

বিক্রম কর্মকার, ত্রিপুরা: রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের ভ্যাকসিন প্রদানের কাজ শুরু হয়েছে ত্রিপুরায়। এরই মধ্যে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তির বাজার মহকুমার বিভিন্ন জায়গায় ভ্যাকসিন প্রদানের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত এই সকল শিবিরে ভ্যাকসিন নেওয়ার জন্য লোকজন ব্যাপক হারে ভিড় জমাচ্ছেন। প্রশাসনিক উদাসীনতায় করোনা মহামারিতে শান্তিরবাজার মহাকুমার রাধা কিশোরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে,ও শান্তিরবাজার পুর এলাকার টাউন হল- এর মধ্যে ছাত্রবন্ধু সংস্থা এই দুটি জায়গাতে লোকজন এই সরকারি নির্দেশিকা অমান্য করে চলাফেরা করছে।

- Advertisement -

এর ফলে দ্রুততার সহিত করোনা ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কা থেকেই যাচ্ছে। ভ্যাকসিন সেন্টারে নিরাপত্তার জন্য কর্মীরা রয়েছে। অপরদিকে, লোকজন সবকয়টি জায়গায় ব্যাপকহারে ভীড় জমাচ্ছে। কোনও প্রকার সামাজিক দূরত্ব ছাড়াই উৎসবের মেজাজে ভ্যাকসিন গ্রহণ করছে লোকজন। এই নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্নচিহ্ন।