মোদি সরকারের চাকরি ছাড়লেন মমতা ঘনিষ্ঠ আলাপন

0
231

কলকাতা: আইনি পথে লড়াই চালাবেন কি না তা এখনও স্পষ্ট নয়৷ তবে দিল্লির চিটি-পর্ব ছেদ টানতে অবসরের পথেই হাঁটলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আরও স্পষ্ট করে বললে, মোদি সরকারের চাকরি ছাড়লেন তিনি৷ আগামীকাল থেকে আগামী ৩ বছরের জন্য মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন ১৯৮৭ ব্যাচের দুঁদে এই আইএএস অফিসার৷

আরও পড়ুন: চিঠির গোড়াতেই জল ঢেলে আইনের ‘বিচার’ চাইতে পারেন অকুতোভয় আমলা

- Advertisement -

মুখ্যমন্ত্রী নিজেই একথা জানিয়ে বলেন, ‘‘এমন নির্দয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আগে দেখিনি। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি। আলাপন এখন থেকে আগামী তিন বছর মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা হিসাবে কাজ করবেন।’’ এরপরই নিজস্ব ঢঙে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী, ‘‘এটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়া নয়? আমলারা কি চুক্তিভিত্তিক শ্রমিক? এ ভাবে কি রাজ্য এবং কেন্দ্র লড়াই করবে? আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি। এটা শুধু আলাপনের লড়াই নয়। এটা আইএএস, আইপিএস, বুদ্ধিজীবী, সাধার মানুষ সকলের কাছে আবেদন জানাচ্ছি। কেন্দ্রের প্রতিহিংসার বিরুদ্ধে আপনারা এক জোট হন৷’’

আরও পড়ুন: আলাপন ইস্যুতে জল কোন দিকে গড়াবে, তাকিয়ে সবমহল

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর বয়ান থেকেই স্পষ্ট অবসরের মধ্যে দিয়েই সমাপ্তি ঘটছে না৷ বরং আইনি সংঘাতের সূচনা হতে চলেছে৷ প্রসঙ্গত, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যে অবসরের পথেই হাঁটবেন এবং প্রয়োজনে আইনের আশ্রয়ও নিতে পারেন, গত ২৯ মে সেই ইঙ্গিত স্পষ্ট করেছিল খাসখবর৷

ঘটনার সূত্রপাত, শুক্রবার রাতে দিল্লি থেকে নবান্নে হাজির হওয়া একটি চিঠি৷ যাতে ৩১ মে আলাপনবাবুকে দিল্লিতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে৷ ঘটনাচক্রে ওই দিনই (শুক্রবার) এরাজ্যে ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতির পরিমাণ নিয়ে আলোচনার জন্য কলাইকুণ্ডা সামরিক ঘাঁটিতে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর সেই বৈঠকে যোগ দেননি মুখ্যমন্ত্রী৷ বরং সৌজন্য সাক্ষাৎ করে মুখ্যসচিবকে সঙ্গে নিয়েই দিঘা রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

তার অব্যাহতি পরেই এহেন ‘বদলি’ চিঠি দিল্লি থেকে হাজির হওয়ায় কালক্ষেপ না করে কেন্দ্রের বদলির চিঠিকে ‘প্রতিহিংসার ফসল’, ‘এক তরফা’, ‘বেআইনি’ এবং ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য শনিবারও কেন্দ্রকে আর্জিও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অনড়ই থাকে কেন্দ্র৷ ফলে অবসরের পথই বেছে নিলেন আলাপনবাবু৷ আগামীকাল মঙ্গলবার থেকে নয়া ইনিংস শুরু করবেন ‘আমলার মন’ এর লেখক৷