টিকা নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

0
197

নয়াদিল্লি: দ্বিতীয় দফায় কোভিড ভ্যাকসিন নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ বুধবার দিল্লির সেনা হাসপাতালে গিয়ে করোনা প্রতিষেধকের প্রথম ডোজ নেন তিনি৷ সেই সঙ্গে দেশের প্রবীণ নাগরিকদের প্রতিষেধক নেওয়ার আবেদন করেন রাষ্ট্রপতি৷

- Advertisement -

পরে টুইট করে রাষ্ট্রপতি কিছু ছবি পোস্ট করেন৷ ৭৫ বছরের রাষ্ট্রপতি এদিন সকালে মেয়েকে সঙ্গে নিয়ে দিল্লির সেনা হাসপাতালে গিয়েছিলেন৷ সেখানে তাঁকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়৷ ২৮ দিন পর ফের দ্বিতীয় ডোজ নিতে হবে তাঁকে৷ টিকা পেয়ে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান রামনাথ কোবিন্দ৷

অপরদিকে আজ কোভিড ভ্যাকসিন নেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ ৭৫ বছরের বিজয়ন রাজ্যের সরকারি হাসপাতাল থেকে টিকা নেন৷ তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা৷ টিকা নেওয়ার পর মুখ্যমন্ত্রীও রাজ্যের প্রবীণ নাগরিকদের নির্ধিদ্বায় এই ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করেন৷

তিনি জানান, পোলিও মতো রোগও দেশ থেকে নির্মূল হয়েছে শুধুমাত্র টিকাকরণের কারণেই৷ তাই করোনার বিরুদ্ধে লড়তে গেলে টিকা নেওয়া দরকার৷ কিছু মানুষ টিকা নিয়ে ভুল প্রচার করছে৷ তাদের কথা না শোনার জন্য রাজ্যবাসীকে অনুরোধ করেন বিজয়ন৷