করোনা মোকাবিলায় বড় সাফল্য ভারতের

0
56

নয়াদিল্লি: দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ২০ হাজারেরও নীচে, সক্রিয় কেসের সংখ্যা ৩ লক্ষেরও কম কিছুদিন আগেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

তবে এর মাঝেও স্বস্তি দিচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস ও সুস্থতার হার। গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা মাত্র ১৯,৫৫৬। মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৬,৩৬,৪৮৭ জন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৬৫ শতাংশ। চলতি বছরের পয়লা জুলাইয়ের পরে এই প্রথম সক্রিয় কেসের সংখ্যা ৩ লক্ষের মধ্যে রয়েছে৷ যা কিনা মোট কেসের মাত্র ২.৯০ শতাংশ৷ এখনও অবধি কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র ১.৪৫ শতাংশ মানুষের৷

- Advertisement -

দেশের মধ্যে কোভিডে সর্বাধিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, তারপরেই রয়েছে যথাক্রমে কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি, পশ্চিমবঙ্গ৷ প্রসঙ্গত রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, করোনার নতুন রূপে আবির্ভাব ঘটেছে। আর এই নতুন ধরণের ভাইরাস আগের চেয়ে আরও ভয়ঙ্কর হতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। তাই এখন থেকেই সতর্ক হওয়া জরুরি।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই গোটা বিশ্ব নতুন করে আতঙ্কে ভুগছে। বাদ নেই ভারত। তাই সোমবার এ নিয়ে জরুরি বৈঠকে বসেন দেশের স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ মহল। কীভাবে এই প্রকোপ থেকে বাঁচা যাবে সে নিয়েই আলোচনাও হয়।