
পলাশ নস্কর, বিধাননগর ব্যুরো: রাজ্যে ফের একবার সিবিআই এর সক্রিয়তা দেখা দিল। মঙ্গলবার কয়লা কেলেঙ্কারিতে গনেশ বাগাডিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআইয়ের হানা। ওই ব্যবসায়ীর লেকটাউন থানা এলাকার বাঙুর এ ব্লকের ৩১৩ নম্বর বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, ওই ব্যবসায়ী কয়লা কেলেঙ্কারির সাথে যুক্ত। অনুপ মাঝির খুব ঘনিষ্ঠ ছিলেন গণেশ বাগাডিয়া। এমন ইনপুট পেতেই গনেশ বাগাডিয়ার বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা।
রাজ্যে একুশের ভোটের আগে গরু পাচার চক্রের পর্দাফাস তদন্তে কিংপিন এনামূলকে নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের তৎপরতা সামনে এসেছে। কয়লা কেলেঙ্কারিতে অনুপ মাঝিকে ঘিরে যে বড়সড় চক্র গড়ে উঠেছে, সেই চক্রের মূলে পৌছতে চাইছে সিবিআই।