করোনা যোদ্ধাদের সম্মান জানাতে ভারতীয় সেনার ফ্লাইপাস্ট শুরু

0
255

শ্রীনগর: করোনার বিরুদ্ধে সামনের সারিতে লড়াই করা যোদ্ধাদের সম্মান জানাতে ভারতীয় সেনার ফ্লাইপাস্ট শুরু হল৷ পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকালে কাশ্মীরের ডাল লেকে বায়ুসেনার বিমান ফ্লাইপাস্ট করে৷ কাশ্মীর থেকে বিমানটি কন্যাকুমারী ফ্লাইপাস্ট করবে৷

- Advertisement -

ফ্লাইপাস্টের সময় দিল্লির ন্যাশানাল পুলিশ মেমোরিয়ালে রবিবার সকাল সাড়ে ন’টায় পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনা৷ কিন্তু খারাপ আবহাওয়ার জন্য এক ঘণ্টা দেরিতে দিল্লি পৌঁছবে বায়ুসেনা বিমান৷ সাড়ে ৯টার অনুষ্ঠানটি সকাল ১১টায় পিছিয়ে দেওয়া হয়েছে৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে করোনা যোদ্ধাদের সম্মান জানাতে একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছিলেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত৷ জানিয়েছিলেন, ৩ মে করোনা যোদ্ধা অর্থাৎ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং জরুরি পরিষেবার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকেই সম্মান জানাবে তিন বাহিনী৷

তারই অঙ্গ বায়ুসেনার এই ফ্লাই পাস্ট৷ এদিন বায়ুসেনার একটি শাখা কাশ্মীর থেকে কন্যাকুমারী ফ্লাইপাস্ট করবে৷ আরেকটি শাখা অসমের ডিব্রুগড় থেকে কচ্ছে পর্যন্ত ফ্লাইপাস্ট করবে৷ স্থলবাহিনীর জওয়ানরা দেশের প্রায় প্রতিটি করোনা হাসপাতালে মাউন্টেট ব্যান্ড প্রদর্শন করবে৷ আর নৌবাহিনী যুদ্ধজাহাজের আলো জ্বালিয়ে রেখে সম্মান জানাবে করোনা যোদ্ধাদের৷