আতঙ্ক নয়,সতর্ক থাকুন,আগামী ১৫ দিন করোনা বাড়বে-মমতা

0
201

কলকাতা:আগামী ১৫ দিন করোনা (corona)সংক্রমন বাড়বে৷ নার্সিংহোম ও হাসপাতালে বাড়ছে ৪০ শতাংশ বেড৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা (cm mamata)বন্দ্যোপাধ্যায়৷

এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা জানালেন,‘ আগামী ১৫ দিন রাজ্য করোনা সংক্রমন বাড়বে৷ ভয় দেখাচ্ছি না,সতর্ক করছি৷ ভিড় বাসে উঠবেন না৷ করোনা বিধি মেনে চলুন৷ মাস্ক পড়ুন৷ ভিড় এড়াতে নিজের এলাকায় নজর রাখুক পুজো কমিটিগুলো৷ ’

- Advertisement -

এছাড়া রাজ্যের নার্সিংহোম ও হাসপাতালে ৪০ শতাংশ বেড বাড়ানোর অনুমতি দিয়েছেন মমতা৷ ইতিমধ্যেই লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে৷ পরিবহনের ক্ষেত্রে ৫০ শতাংশ করা হয়েছে৷

বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department) এর বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে বাংলায় আক্রান্ত ১৮ হাজার ১০২ জন৷ এরফলে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ১৬ হাজার ৬৩৫ জন৷পাশাপাশি একদিনে মৃত্যু হয়েছে আরও ১০৩ জনের৷

তবে বাংলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৭৩ জন৷মোট সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮ লক্ষ রোগী৷তথ্য অনুযায়ী,৭ লক্ষ ৮২ হাজার ৯১৬ জন৷আর সুস্থতার হার একটু বেড়ে ৮৫.৪১ শতাংশ৷

বাংলায় একদিনে মৃত্যু হয়েছে ১০৩ জনের৷ এর মধ্যে শুধু কলকাতায় ২৫ জনের মৃত্যু হয়েছে৷ এছাড়া উত্তর ২৪ পরগনায় ২৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১০ জন,বীরভূমে ৭ জন,দার্জিলিং ৬ জন ও হাওড়ায় ৫ জন৷ আর বাকি যে যে জেলায় মৃত্যু হয়েছে,সেই সংখ্যাটা ৫ এর নিজে৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যাটা ১১ হাজার ৮৪৭ জন৷

একদিনে কলকাতায় ২৫ জনের মৃত্যু হয়েছে৷সেখানে উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ২৭ জনের৷এছাড়া কলকাতায় একদিনে আক্রান্ত ৩,৯৭৩ জন৷আর উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ৩,৯৮২ জন৷তারফলে কলকাতায় মোট আক্রান্ত ২ লক্ষ ১১ হাজার ১৫৪ জন৷ এবং উত্তর ২৪ পরগণায়৷ মোট আক্রান্ত ১ লক্ষ ৯৭ হাজার ৪৭৭ জন৷

স্বস্তির খবর কলকাতায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯১৮ জন৷ তার ফলে শহরে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮১ হাজার ১৯৭ জন৷আর উত্তর ২৪ পরগণায় একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯০৫ জন৷ মোট সংখ্যাটা ১ লক্ষ ৭০ হাজার ৯৬২ জন৷