কার্ফুর মধ্যে অসুস্থ সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়ায় বাবাকে জরিমানা পুলিশের

কার্ফুর শহর দেখল পুলিশের অমানবিকতা৷

0
92

খাসখবর ডেস্ক: কার্ফুর (Curfew) শহর দেখল পুলিশের অমানবিকতা৷ অসহায় বাবাকে জরিমানা করল উর্দিধারীরা৷ এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের ফিরোজাবাদ (Firozabad)৷

কার্ফু চলছিল শহরে৷ সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে চার মাসের দুধের শিশু৷ সন্তানের চিকিৎসার প্রয়োজনে রাতের বেলায় তাকে নিয়ে বের হন রাজু কুশওয়াহা৷ সঙ্গে ছিলেন স্ত্রী রাধা৷ বাইকে করে তাঁরা রওনা দেন হাসপাতালে৷ কিন্তু মাঝ রাস্তায় তাঁদের পথ আটকায় পুলিশ৷ কার্ফুর মধ্যে কেন সন্তানকে নিয়ে তাঁরা বাইরে বেরিয়েছেন সেই কৈফিয়ত চান ওই অফিসার৷

- Advertisement -

রাজু পুলিশকে অনেকবার বোঝানোর চেষ্টা করেন যে তাঁর সন্তান অসুস্থ৷ ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে৷ তাই তাঁরা বাইরে বেরিয়েছেন৷ অভিযোগ, পুলিশ অসহায় বাবার কোনও কথা শুনতে চায়নি৷ ‘করোনা কার্ফু’ না মেনে চলায় রাজুকে এক হাজার টাকার চালান ধরান ইনস্পেক্টর বীরেন্দ্র সিং ধামা৷ এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশ সুপার মুকেশ কুমার মিশ্র জানিয়েছেন, ঘটনার কথা তিনি জানেন না৷ কিন্তু খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন৷

এদিকে টিকাকরণের মধ্যেও ভারতে রকেটের গতিতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪,২০৫ জনের। যা সর্বকালীন রেকর্ড। তবে সুস্থও হয়েছেন সাড়ে তিন লক্ষের বেশি মানুষ।

স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের তথ্য অনুযায়ী, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৮,৪২১ জন৷ তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪,২০৫ জনের৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ১৯৭ জন৷ এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩৭,০৪,০৯৯টি৷