করোনা নিয়ে আতঙ্কিত হবেন না, আমিও সংক্রামিত হয়েছিলাম: ইয়েদুরাপ্পা

0
427

বেঙ্গালুরু: করোনা জয় করে বাড়ি ফিরে এসেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ নিজের উদাহরণ টেনে এনে রাজ্যবাসীকে তাঁর অভয়বার্তা, ‘‘করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না৷ আমারও করোনা হয়েছিল৷’’ দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন মঞ্চ থেকে এই কথাই বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়ে জানান, কর্নাটককে ‘ওয়েলফেয়ার স্টেট’ হিসেবে গড়ে তুলবেন তিনি৷ করোনার সঙ্গে লড়াই জারি থাকবে৷ কিন্তু উন্নয়নই হবে তাঁর সরকারের মন্ত্র৷

করোনার সঙ্গে লড়াই চালাতে গিয়ে একের পর এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ইয়েদুরাপ্পা সরকার৷ অতিবৃষ্টি, বন্যা আবার খরা সবই এই কয়েকমাসে ঘটেছে কর্নাটকে৷ সেই সব কথা মনে করিয়ে তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য হবে কল্যাণ রাজ্য গঠন৷ উন্নয়নই হবে যার মন্ত্র৷ বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করতে গিয়েও আমরা মহাত্মা গান্ধীর রাম রাজ্য গঠনের স্বপ্নপূরণের গিকে এগিয়ে চলেছি৷’’

- Advertisement -

কেন্দ্রের গাইডলাইন মেনে রাজ্যের করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী৷ তবে এই মহামারী স্বাস্থ্যব্যবস্থা-সহ প্রত্যেকটি ক্ষেত্রে যে আঘাত হেনেছে তা মেনে নেন তিনি৷ মানুষের মধ্যে এই মারণ ভাইরাস নিয়ে অহেতুক নানা আতঙ্ক ও ভয় জন্ম নেয়৷ তিনি বলেন, ‘‘আমিও করোনায় সংক্রামিত হয়েছিলাম৷ কিন্তু এখন পুরোপুরি সুস্থ আছি৷ তাই আজকের দিনে এই বার্তা দিতে চাই যে করোনা নিয়ে চিন্তা বা ভয় পাওয়ার কোনও কারণ নেই৷’’ তাঁর আরও সংযোজন, করোনা মানুষের জীবনের গতিকে স্লথ করে দিয়েছিল৷ কিন্তু এখন ধীরে ধীরে গতি ফিরে আসছে মানুষের জীবনে৷

উল্লেখ্য, ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন৷ ১০ দিন ছিলেন হাসপাতালে৷ সুস্থ হওয়ার পর সোমবার তিনি ছাড়া পান৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও কয়েকদিন আইসোলেশনেই ছিলেন ইয়েদুরাপ্পা৷