কোভিড বিধি না মানায় একদিনে ২৯ জন যাত্রীকে জরিমানা মেট্রো কর্তৃপক্ষের

0
531

নয়াদিল্লি: গত বছরের সেপ্টেম্বর মাসের স্মৃতি ফিরে আসছে দেশে৷ ওই মাসে ভারতে সর্বাধিক ৯৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন করোনায়৷ তারপর থেকে বদলাতে থাকে করোনা চিত্র৷ কিন্তু চলতি বছর ফেব্রুয়ারি-মার্চ মাস থেকে ফের উর্ধ্বমুখী করোনা গ্রাফ৷ মহারাষ্ট্র-সহ অন্যান্য রাজ্যের পাশাপাশি দিল্লিতেও ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণ৷ এই অবস্থায় কোভিড বিধি না মানায় বেশ কয়েকজন যাত্রীকে জরিমানা করল দিল্লি মেট্রো৷

দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক দুরত্ববিধি ও মাস্ক না পরার জন্য ফ্লাইং স্কোয়াড ২৯ জন যাত্রীকে জরিমানা করেছে৷ তাই যাত্রীদের কাছে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেন মেট্রোর আধিকারিকরা৷ উল্লেখ্য, সোমবারই দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯০৪ জন৷ ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর এই প্রথম এতটা বাড়ল আক্রান্তের সংখ্যা৷ এই অবস্থায় ফের সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে দিল্লি সরকার৷

- Advertisement -

এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য এক শ্রেণির মানুষের উদাসীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা৷ গত সপ্তাহে দিল্লি মেট্রো কোভিড বিধি না মারার জন্য ৩০০ যাত্রীকে জরিমানা করে৷ নিয়ম অনুযায়ী, মেট্রোয় চড়ার আগে প্রত্যেক যাত্রীর মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক৷ স্টেশনে ঢোকার সময় যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে৷ তারপর স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা র পরই স্টেশনে ঢুকতে পাচ্ছেন যাত্রীরা৷ যাত্রার সময়ও মুখে মাস্ক পরতে হবে৷ কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ট্রেনে ওঠার পর মাস্ক খুলে দিচ্ছেন৷ শারীরিক দুরত্ববিধিও মানছেন না৷ সেই কারণে অবাধ্য যাত্রীদের পথে আনতে জরিমানা ব্যবস্থা চালু করেছে দিল্লি মেট্রো৷