খাবার থেকে ছড়াবে না করোনা, বিশ্ববাসীকে নিশ্চিন্ত করল WHO

0
3253

জেনেভা: খাদ্য বা প্যাকেজিং থেকে কোনোভাবেই করোনা ছড়ায় না। মঙ্গলবার এই বিষয়ে স্পষ্ট করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাই মানুষকে এই নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করল হু।

প্রসঙ্গত, চিনের দুটি শহরে দাবি করা হয়েছিল যে, ব্রাজিলের ফার্জেন চিকেনে করোনা ভাইরাস পাওয়া গেছে। চিনে নতুন করে করোনা সংক্রণের জন্য এই চিকেনের প্যাকেজিং-কে দায়ী করা হয়।

- Advertisement -

সেই প্রসঙ্গে হু-এর মাইক রাইন বলেন, “খাবার বা খাবারে প্যাকেজিং বা খাবার প্রসেসিং থেকে ভয় পাওয়ার প্ৰয়োজন নেই। এইসব থেকে করোনা সংক্রমণ হয় না।” তিনি আরও যোগ করেন, “খাবার থেকে সংক্রমণের কোনো প্রমাণ মেলেনি। সুতরাং নিশ্চিন্তে থাকুন আপনারা।”

হু-এর মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন, চিন কয়েক হাজার প্যাকেজ পরীক্ষা করেছে এবং ‘খুব কম, ১০ জনেরও কম’-এর মধ্যে ইতিবাচক রিপোর্ট পাওয়া গেছে।

ব্রাজিলের কৃষি মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে তারা চীনা অনুসন্ধানে স্পষ্টতা চাইছিল। ইকুয়েডরের উত্পাদক মন্ত্রী ইভান অনন্তেদা রয়টার্সকে বলেছে যে দেশ কঠোর প্রোটোকল বজায় রেখেছে এবং দেশ ছাড়ার পরে পণ্যগুলির কী হবে তার জন্য দেশকে দায়ী করা যায় না।