বাড়ছে করোনা, লকডাউনের মেয়াদ বাড়ল বাংলাদেশে

0
50
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: দিন দিন বাড়ছে করোনা। করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ফের লকডাউনের মেয়াদ বাড়ল বাংলাদেশে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রস্তাব অনুমোদন দিলে মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। বুধবার মন্ত্রিপরিষদের পক্ষ থেকে এই তথ্য জানা গিয়েছে।

জানা গিয়েছে, লকডাউনের মেয়াদ আরও ১০ দিন অর্থাৎ ১৬ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। যদিও গত ৬ জুন লকডাউনের মেয়াদ ১০ দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবারে। কিন্তু দেশে করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয় বলে লক ডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে।

- Advertisement -

আরও পড়ুন-আগামী বছর নয়, বরং এবছরই টিকার প্রয়োজন : তেদরোস

সর্বশেষ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫০ জন মারা গিয়েছেন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও তিন হাজার ৩১৯ জন।

প্রসঙ্গত, হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। গত ১৪ এপ্রিল থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দেওয়া হয়। এতে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন, শপিংমল-দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তার পর থেকে দফায় দফায় চলে লকডাউন।