তাবলিঘি জামাত সদস্যের সংস্পর্শে আসা পুনের ৪০ জন চিকিৎসক কোয়ারেন্টাইনে

0
110

পুনে: এক তাবলিঘি সদস্যের দায়িত্বজ্ঞানহীন কাজের চরম মাসুল দিতে হতে পারে পুনের ৪০ জন চিকিৎসককে৷ ওই জামাত সদস্যের সংস্পর্শে আসা ওই ৪০ জন চিকিৎসক চলে গেলেন কোয়ারেন্টাইনে৷ পুনের একটি হাসপাতালে প্রত্যেককে আলাদা আলাদা ঘরে রাখা হয়েছে৷ আপাতত ১৪ দিন এখানেই কোয়ারেন্টাইনে থাকতে হবে চিকিৎসকদের৷

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত ৩১ মার্চ পিমপ্রির একটি হাসপাতালে ভরতি হন পেশায় অটোচালক এক ব্যক্তি৷ শরীরের ভেতর রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে৷ অস্ত্রোপচারের দু’দিন পর তার হঠাৎ জ্বর চলে আসে৷ এরপর নানা উপসর্গ দেখা দিতে শুরু করে৷ চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তাঁরা পরিজনদের কাছে ওই ব্যক্তির ট্র্যাভেল হিস্ট্রি জানতে চান৷ অনেকক্ষণ পর পরিবারের সদস্যরা স্বীকার করেন দিল্লির নিজামুদ্দিনের জমায়েতে গিয়েছিল সে৷ আর এতেই চিকিৎসকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়৷

- Advertisement -

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ভরতির সময় রোগীর পরিবার ট্র্যাভেল হিস্ট্রির কথা বেমালুম চেপে গিয়েছিল৷ অপারেশনের দু’দিন পর জ্বর হওয়ায় সন্দেহ হয় নার্সদের৷ তাঁরাই খোঁজ নিয়ে রোগীর সঙ্গে তাবলিঘি যোগ খুঁজে পায়৷ এরপর তার সোয়্যাব টেস্ট করা হয়৷ শনিবার রিপোর্ট পজিটিভ আসে৷ বর্তমানে আক্রান্তকে ওয়াইসিএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ এদিকে অপারেশনের সময় ও পরে যেসব চিকিৎসক ও নার্স রোগীর সংস্পর্শে এসেছিলেন সকলে কোয়ারেন্টাইনে চলে গিয়েছে৷ ওই ৪০ জনের নমুনাও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভায়রোলজিতে পাঠানো হয়েছে৷