মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

0
23

খাস ডেস্ক: মহামারী কাটিয়ে নতুন করে স্বাভাবিক হচ্ছে গোটা বিশ্ব। তবে মহামারীতে যারা যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য একের পর এক নিয়োগের তালিকা প্রকাশ হচ্ছে। এবার সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এল বিরাট সুখবর। বাংলায় এবার বাংলায় প্রায় ৩০০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব রেল। জামালপুর ওয়ার্কশপ-সহ পশ্চিমবঙ্গের একাধিক ডিভিশন এবং ওয়ার্কশপে প্রায় ৩,০০০ টি শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে ২,৩০২ পদে নিয়োগ করবেন পূর্ব রেল। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (আরআরসি) অফিসিয়াল ওয়েবসাইট rrcer.com-তে গিয়ে আবেদন করতে পারবেন।

- Advertisement -

আরও পড়ুন-Kargil Vijay Diwas: কার্গিল বিজয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মোদী-শাহ-রাজনাথ-রাহুল সহ শীর্ষ রাজনৈতিক নেতারা

মোট শূন্যপদের সংখ্যা: হাওড়া, শিয়ালদহ, মালদহ ও আসানসোল ডিভিশন এবং কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুর ওয়ার্কশপে শিক্ষানবীশ পদে নিয়োগ করা হচ্ছে। মোট ২,৯৭২ জন শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে। হাওড়া ডিভিশন ৬৫৯ টি পদ, শিয়ালদহ ডিভিশনে ২৯৭ টি পদ, মালদহ ডিভিশনে ১৩৮ টি পদ, আসানসোল ডিভিশনে ৪১২ টি পদ, লিলুয়া ওয়ার্কশপে ৬১২ টি পদ, কাঁচরাপাড়া ওয়ার্কশপে ১৮৭ টি পদ এবং জামালপুর ওয়ার্কশপে ৬৬৭ টি পদে নিয়োগ করবে রেল।

এছাড়াও শিক্ষাগত যোগ্যতা যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। এছাড়াও প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স ১৫ হতে হবে।