প্রধানমন্ত্রীর নির্দেশের পরই রেলে প্রায় ২ লক্ষ পদে কর্মী নিয়োগ

0
105

খাস ডেস্ক: মহামারীর কারণে অনেকেই এখন চাকরিচ্যুত। ধীরে ধীরে করোনা কাটিয়ে এই মুহুর্তে নানান সংস্থা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। বাংলা তথা দেশজুড়ে চলছে একাধিক জায়গায় প্রার্থীদের নিয়োগ। এবার চাকরি প্রার্থীদের জন্য রইল বড় সুখবর। প্রায় ২ লক্ষ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

বহুদিন ধরেই এমন একটা বড়সড় ভ্যাকেন্সির অপেক্ষা করছিল প্রার্থীরা। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেল। আগামী ১বছরের মধ্যেই প্রায় দুই লক্ষ কর্মী নিয়োগ করবে রেল। মঙ্গলবার রেলওয়ের পক্ষ থেকে এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

- Advertisement -

আরও পড়ুন-বার্ধক্যের লক্ষণ থেকে ওজন নিয়ন্ত্রণ, মাশরুমেই সমস্যা সমাধান

আবেদন করার জন্য বয়সসীমা সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে। সর্বাদিক ২৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। একইসঙ্গে যে প্রার্থীদের আইটিআই ডিগ্রি থাকবে, তাঁদের ছ’মাস প্রশিক্ষণ নিতে হবে।

আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীর নির্দিষ্ট আই ডি ও মেল আইডি থাকতে হবে। পাশাপাশি আবেদন করার জন্য প্রার্থীর মাধ্যমিকের এডমিট কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড। আর দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে।

আরও পড়ুন-মহিলাদের জন্য সুখবর, বাংলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

এর আগে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছিলেন কর্মী নিয়োগের। আগামী ১৮ মাসের মধ্যে ১০ লক্ষ কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি। আর প্রধানমন্ত্রীর নির্দেশের পরই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। সেই নিয়োগ মতেই আগামী এক বছরের মধ্যেই অর্থাৎ ২০২২-২৩ সালে ১,৪৮,৪৬৩ জন প্রার্থীকে নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ।