Breaking News: তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে শোকজ কমিশনের

0
302
File Photo

কলকাতা:শেষ দফা ভোটের আগে এবার কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে শোকজ করল কমিশন৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে৷

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে কটূক্তির জেরেই এই শোকজ। সপ্তম দফা ভোটের আগে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়,সেখানে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে কেন্দ্রীয় বাহিনী সম্পর্কেও ‘আপত্তিকর’ মন্তব্য করতে শোনা গিয়েছে বলে অভিযোগ৷তাকে বলতে শোনা যায়, তৃণমূল ক্ষমতায় এলে সিআইএসএফ-র বিরুদ্ধে সিআইডি দিয়েও তদন্ত করা হবে৷ ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বিজেপি ফিরহাদ হাকিমকের বিরুদ্ধে নালিশ করে নির্বাচন কমিশনে৷ যদিও ওই ভিডিওটি ফেক বলে দাবি ফিরহাদের৷

- Advertisement -

এর আগে তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।তার নির্বাচনী প্রচার বন্ধকরে দিয়েছিল কমিশন।

নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুসলিম ভোট একত্রিত করার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা। যা নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল সুপ্রিমোর পক্ষ থেকে জবাব চেয়েছিল কমিশন। জবাবও দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। যদিও সেই জবাবে সন্তুষ্ট হয়নি কমিশন। সেই কারণেই শাস্তির কোপে পড়তে হয়েছে মমতাকে।

কেবলমাত্র ওই একটি ঘটনা নয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী। নির্বাচনের মডেল কড অফ কণ্ডাক্টকে কটাক্ষ করে মোদী মোড অফ কন্টাক্ট বলেছিলেন মমতা। এই সকল কারণের জন্যেই চটেছে কমিশন। পাঁচ পাতার নির্দেশিকা জারি করে নিষেধাজ্ঞা চাপানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।এই ধরনের শাস্তি থেকে বাদ যায়নি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষসহ একাধিক বিজেপি নেতা৷