কলকাতায় বাড়ছে মৃত্যু ও সংক্রমণ,হুস নেই প্রশাসনের

কলকাতায় মোট আক্রান্ত ১ লক্ষ ৭৯ হাজার ৮১১ জন

0
211

কলকাতা: গত বছরের মত এবারও শহর কলকাতায় দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ৷একদিনে প্রায় চার হাজার৷একই সময় মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ অথচ এই নিয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ৷রাজনৈতিক নেতা-নেত্রীরা ব্যস্ত ভোট খেলায়৷

অভিশপ্ত ২০২০, করোনায় কেড়ে নিয়েছে বহু প্রাণ৷ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে শহর কলকাতায়৷ পিছিয়ে ছিল না সংক্রমণেও৷ওই কঠিন পরিস্থিতিতে রাস্তায় নেমে ঘর বন্দি মানুষের পাশে দাঁড়িয়েছিল কলকাতা পুলিশ ও রাজ্য সরকার৷ করোনা আক্রান্ত এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল৷

- Advertisement -

এবার শহর কলকাতায় করোনা বাড়লেও, সেই তৎপরতা নেই প্রশাসনের৷গত জানুয়ারী মাসে সরকার প্রকাশ করেছিল কলকাতাসহ রাজ্যের কোথায় কোথায় কনটেইনমেন্ট জোন রয়েছে৷ তারপর ভোটের বাংলায় সংক্রমণ বেড়েই চলেছে,লম্বা হচ্ছে মৃতের তালিকা৷কিন্তু বাড়েনি কনটেইনমেন্ট জোনের সংখ্যা৷ভোটের পরে কি হয়,সেটাই এখন দেখার বিষয়।

সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন এর বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনেই শহরে মৃত্যু হয়েছে ২৪ জনের৷ একই সময় আক্রান্ত আরও ৩ হাজার ৭০৮ জন৷এরফলে শহরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৭৯ হাজার ৮১১ জন৷ আর মোট মৃতের সংখ্যা ৩,৩৬৩ জন৷

দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৩,৪৫১ জন৷মৃত্যু হয়েছে আরও ১৩ জনের৷এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৯১৯ জন, হাওড়ায় ৯৩৯ জন, হুগলিতে ৮৪৩ জন, বীরভূমে ৭৮৮ জন, পশ্চিম বর্ধমানে ৮৬২ জন, পূর্ব বর্ধমানে ৫২৮ জন, মালদহে ৫৮৩ জন, মুর্শিদাবাদে ৪১৪ জন, নদিয়ায় ৬৬২ জন ও দার্জিলিঙে ৫২৫ জন এই করোনায় আক্রান্ত হয়েছেন।

একদিনে বাংলায় অ্যাক্টিভ আক্রান্ত ৫ হাজার ৬৬৬ জন৷ এরফলে মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৬১৫ জন। পাশাপাশি ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৭৩ জনের৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যাটা ১১ হাজার পেরিয়ে গেল৷ তথ্য অনুযায়ী,১১ হাজার ৮২ জন৷