ডি জে বাজিয়ে উৎসব, করোনা বিধির পরামর্শ দিতে দিয়ে মার খেল পুলিশ

0
434

ময়না: দোরগড়ায় করোনার তৃতীয় ঢেউ৷ করোনা বিধি মেনে চলার পরামর্শ দূরে থাক, তা ভঙ্গ করে উলটো রথ উপলক্ষ্যে চলছিল ডি জে বক্স বাজানোর প্রতিযোগিতা৷ খবর পেয়ে পুলিশ গেলে কথার আগেই চালু হল মার৷ জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী৷ তাঁদের মধ্যে গুরুতর জখম এক পুলিশ কর্মীর চিকিৎসা চলছে তমলুক জেলা হাসপাতালে৷

আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় দারিদ্রতা কমেছে ৪০ শতাংশ: মমতা

- Advertisement -

মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার চিরঞ্জীবপুর এলাকা ঘটনা৷ পুলিশকে মারধরে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে আয়োজন ক্লাবের বিরুদ্ধে৷ ইতিমধ্যে ১৪ জনকে গ্রেফতারও করেছে পুলিশ৷ পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান বলেন, ‘‘করোনা বিধি উড়িয়ে ওই এলাকায় ডি জে বক্সের প্রতি়যোগিতা চলছি৷ খবর পেয়ে পুলিশ যায়৷ বন্ধ করার কথা বললে পুলিশকে মারধর করা হয়৷ ঘটনার একজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন।’’

আরও পড়ুন: গুজরাত নয়, বাংলা মডেলেই দিল্লি দখলের ডাক দিলেন মমতা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়না থানার চিরঞ্জীবপুর গ্রামের একটি ক্লাবের উদ্যোগে মঙ্গলবার উলটো রথ উপলক্ষ ডিজে বক্স বাজানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ তাকে কেন্দ্র করে হাজির হয়েছিলেন গ্রামের কয়েক হাজার মানুষ৷ এই ঘটনায় গ্রামের কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে হাজির হয় ময়না থানার পুলিশ৷

অভিযোগ, পুলিশকে দেখেই মারমুখী জনতা তেড়ে যায়৷ ভাঙচুর করা হয় গাড়ি৷ পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে গুরুতর জখম হয় একজন পুলিশ কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী৷ শুরু হয় ধরপাকড় অভিযান৷ ইতিমধ্যে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ ঘটনার জেরে এলাকার পরিবেশ কার্যত থমথমে৷