অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়িতে মরা সাপের বাচ্চা, প্রশ্নের মুখে প্রশাসন

0
78

বর্ধমান: শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিনামূল্যে দেওয়া হয় রান্না করা খাবার৷ প্রতিদিনের মতো বুধবারও কেন্দ্র থেকে রান্না করা খাবার নিয়ে এসেছিলেন এক মা৷ তিনি এবং তাঁর সন্তান একটি করে গ্রাস মুখে ভরার পর দেখেন কেন্দ্র থেকে দেওয়া খিচুড়ির মধ্যে রয়েছে মরা সাপের বাচ্চা! যা খেয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকার একাধিক প্রসূতি মা ও শিশু অসুস্থ হয়ে পড়েছেন৷

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বাগকালাপাহাড় গ্রামের ঘটনা৷ ইতিমধ্যে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক জ্যোৎস্না ঘোষ৷ তিনি বলেন, ‘‘কিভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সকলের নজর এড়িয়ে মরা সাপের বাচ্চা সহ খিচুড়ি রান্না করা হল তা খতিয়ে দেখা হচ্ছে৷’’ একই সঙ্গে ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি৷

- Advertisement -

পুরো ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জামালপুর ব্লকের বাগকালাপাহাড়, খোরদোপলাশি ও কাঠালডাঙা গ্রামে৷ জানা গিয়েছে, প্রতিদিনের মধ্যে বুধবারও সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রসূতি মা ও শিশুদের রান্না করা খাবার বিতরণ করা হয়েছিল৷ ব্লকের ১৩৬ নম্বর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তিনটি গ্রামের মোট ৫৪ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়৷ তাঁদেরই মধ্যে একজন রান্না করা খাবার ঘরে নিয়ে গিয়ে খেতে বসে খিচুড়ির মধ্যে মরা সাপের বাচ্চা দেখতে পান৷ ইতিমধ্যে ওই খিচু়ড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই৷ এলাকায় পৌঁছেছে মেডিক্যাল টিম৷ তবে সরকারি প্রতিষ্ঠানের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে সব মহল থেকে৷ অনেকেই বলছেন, এরপরে মানুষ কোন ভরসায় অঙ্গন ওয়াড়ি কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করবেন৷

আরও পড়ুন: সিআইডি ফেল, বিচারপতির নির্দেশে খুনের তদন্তে সিবিআই