রাজ্যপালের দিল্লি সফর ঘিরে ফের জল্পনা

0
44

কলকাতা: ফের দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ সোমবার বিকালে ভিস তারার বিমানে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ তবে কি কারণে এই সফর তা এখনও স্পষ্ট নয়৷

আরও পড়ুন: ‘অসুস্থ’ মুকুলের বাড়িতে দেবজ্যোতি, দলবদলের সঙ্গেই বাড়ছে ‘অন্য জল্পনা’

- Advertisement -

সূত্রের খবর: দিল্লির জরুরি ডাকে উড়ে গেলেন রাজ্যপাল। একাধিক বৈঠকে যোগ দেবেন তিনি৷ তবে সফৎ সূচির বিষয়ে রাজভবন থেকে সুস্পষ্টভাবে কিছু জানানো হয়নি৷ নিশ্চিপ রয়েছেন রাজ্যপাল নিজেও৷ স্বভাবতই বাড়ছে জল্পনা৷ কারণ, কয়লা পাচার কাণ্ডে এদিনই দিল্লিতে ইডির মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে রাজ্যের মাটি কামড়ে পড়ে রয়েছে সিবিআই৷

আরও পড়ুন: ‘চটি চাটা মিডিয়া’ মেজাজ হারিয়েই কি একথা বললেন শুভেন্দু, উঠছে প্রশ্ন

এহেন প্রেক্ষাপটে রাজ্যপালের দিল্লি সফর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ কারণ, ওই মহলের মতে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে তাঁর প্রতিটি সফরই আগে থেকে জানানো হয় সংবাদমাধ্যমকে৷ এমনকি বহু ক্ষেত্রে সরাসরি রাজ্যপালকে টুইটও করে নিজের সফরসূচী জানাতে দেখা গিয়েছে৷ স্বাভাবিকভাবেই, রাজ্যপালের সফর এবং গোপনীয়তাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে৷ যদিও এবিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি রাজভবন থেকে৷