‘চটি চাটা মিডিয়া’ মেজাজ হারিয়েই কি একথা বললেন শুভেন্দু, উঠছে প্রশ্ন

0
234

বাঁকুড়া: এবার আর শাসক দল তৃণমূল নয়৷ শুভেন্দু অধিকারীর নিশানায় সরাসরি সংবাদ মাধ্যম৷ সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে দলের ‘বিশেষ কার্যকর্তা বৈঠকে’ যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ‘চটি চাটা মিডিয়া’ বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর মুখে এহেন বয়ান শুনে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তবে কি মেজাজ হারিয়েই এমন কথা বললেন শুভেন্দু? এবিষয়ে পরে শুভেন্দুর অবশ্য আর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

আরও পড়ুন: লরির ভিতর থেকে উদ্ধার সাংসদের ভাইয়ের দেহ, চাঞ্চল্য

- Advertisement -

এদিন দলের ‘বিশেষ কার্যকর্তা বৈঠকে’ যোগ দিতে যদুভট্ট মঞ্চে ঢোকার মুখে শুভেন্দু অধিকারীকে আদালতের রায় প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন৷ যার জবাবে বেশ কর্কশ সুরে শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘‘কে বলছে? আপনারা চটি চাটা মিডিয়া। এই চিত্রনাট্যের যিনি রূপকার সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে গিয়ে প্রশ্ন করুন। তিনি উত্তর দিতে পারবেন।’’

আরও পড়ুন: অভিষেক-শুভেন্দুর পার্থক্য বোঝাতে ‘বাঘ আর বাঘছাল পরা বিড়ালের’ গল্প শোনালেন কুণাল

এরপরই দৃশ্যত রাগান্বিতভাবে আর কোনও প্রশ্ন করার সুযোগ না দিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের ঠেলে ভিতরে ঢুকে যান৷ তখন পিছনে উল্লসিত কর্মীদের ‘জয় শ্রীরাম’ ধ্বণী দিয়ে আসর মাতানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে দেখা গিয়েছে৷ এমনকি দলীয় সভা শুরুর আগে ‘প্রেক্ষাগৃহে’ সাংবাদিকদের ছবি তোলার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেন শুভেন্দু৷ আচমকা মিডিয়ার প্রতি শুভেন্দুর মেজাজ হারানোর কারণ কি তা নিয়ে দলের অন্দরেই উঠে আসছে একাধিক মত৷ অন্যদিকে বিষয়টিকে সামনে রেখে শাসকদলের তরফ থেকে ভেসে এসেছে তীব্র কটাক্ষ, ‘‘মানুষ কখন মেজাজ হারায়?’’