মুকুলের ঘর ওয়াপসি, শীর্ষ নেতৃত্বের ঘাড়ে দায় চাপালেন দিলীপ

0
41

খাসখবর ডেস্ক: মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে শীর্ষ নেতৃত্বের ঘাড়ে যাবতীয় দায় চাপালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ একই সঙ্গে মুকুল রায় বিজেপিতে আসার পর দলের বিশেষ কোনও লাভ হয়নি বলেই দাবি দিলীপের৷ শুক্রবার রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন: ‘ঘরের ছেলে’ মুকুলের পাশে থেকে মিডিয়াকে কড়া বার্তা মমতার

- Advertisement -

সেখানে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মুকুল রায় এবং শুভ্রাংশু রায় থাকাতে বিজেপির খুব বেশি লাভ হয়নি। তাই লাভ ক্ষতির প্রশ্নই আসে না। যেহেতু মুকুল রায় কেন্দ্রীয়স্তরের নেতা সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্বরা এ বিষয়ে ভাল বলতে পারবেন।’’ প্রসঙ্গত, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে জুম্মাবারের দুপুরে তৃণমূলে ফিরেছেন মুকুল রায়৷ এরপরই বিজেপির অন্দরে একাংশ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন৷

আরও পড়ুন: শুভেন্দুর ‘কারসাজি’তে মাথা নোয়াতে বাধ্য হলেন মুকুল

বোলপুরের বিজেপি নেতা অনুপম হাজরা নিজের ফেসবুকের পোস্টে লিখেছেন, ‘‘নির্বাচন চলাকালীন দু’একজন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবি বাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করার করুণ পরিণতি৷’’ এরপরই টেনে এনেছেন লবি বাজির প্রসঙ্গ৷ হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘‘এখনও সময় আছে, বঙ্গ বিজেপির উচিত লবি বাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো!’’ দিলীপবাবুর নাম না করে কটাক্ষ করেছেন জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালীও৷

দিলীপবাবু অবশ্য এসবকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ৷ তাঁর কথায়, ‘‘বিজেপির কর্মীরা ঘরছাড়া হয়ে আছেন। তাদেরকে ঘরে ফেরানোটাই এখন আমাদের প্রধান কাজ৷ কে দলে রইলেন, কে চলে গেলেন সেটা বড় কথা নয়৷’’