ঝাঁটা হাতে স্বাস্থ্যকেন্দ্রের ময়লা পরিষ্কার করলেন বিধায়ক-অথনীতিবিদ Dr. Ashok Lahiri

0
195

বালুরঘাট: যে হাত দিয়ে দীর্ঘ চার দশক ধরে দেশের অর্থনীতির গুরুভার সামলেছেন, সেই হাত দিয়েই স্বাস্থ্যকেন্দ্রে ঝাড়ুও দিলেন তিনি৷ আর পাঁচজন গ্রামবাসীর সঙ্গে ময়লাও পরিষ্কার করলেন তিনি৷

তিনি দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিজেপি বিধায়ক ড: অশোক লাহিড়ি৷ মঙ্গলবার বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের ত্রিমোহিনী স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন৷ স্বাস্থ্য কেন্দ্র অপরিষ্কারের ছবি দেখে স্বতঃস্ফূর্তভাবে হাতে তুলে নিলেন ঝাঁটা৷ ‘স্বচ্ছতা অভিযানে’ ব্রতী হলেন বালুরঘাটের কাছের মানুষ৷ স্বভাবতই গ্রাম্য মানুষগুলোও এমন ‘ঘরোয়া’ বিধায়ককে পেয়ে আপ্লুত৷

- Advertisement -

বাসিন্দাদের মুখে মুখে ঘুরছিল, অশোকবাবুর বিনয়ী স্বভাবের কথা৷ তাঁরা বলছিলেন, ‘‘প্রকৃত পাণ্ডিত্য যে মানুষকে বিনয়ী করে তোলে, সেটা অশোকবাবুকে দেখে আমরা আবারও শিখলাম৷ আবারও বুঝলাম, অহঙ্কার নয়, সরলতাই মানুষের আসল সম্পদ৷’’

কিছুক্ষণ আগেই বাড়ির গিন্নি মা’র স্টাইলে ঝাড়ু হাতে স্বাস্থ্যকেন্দ্রের ইতি উতি ময়লা আবর্জনা সাফ করেছেন তিনি৷ শীতের সকালেও ঘেমে নেয়ে একশা৷ তার ওপর বাসিন্দাদের প্রশংসা শুনে শান্ত স্বভাবের প্রবীণ বিধায়কও ততক্ষণে লজ্জায় রাঙা হয়ে উঠেছেন৷ লাজুক কন্ঠে জবাব এল, ‘‘ওরা স্বাস্থ্যকেন্দ্রটা পরিষ্কার করবে বলছিল৷ সেটা শুনে আমিও চলে এলাম৷ বেশি হাত লাগাতে পারলাম না৷ এখন তো গায়ের ক্ষমতা কম৷ তবু এদের সঙ্গে হাত লাগিয়ে খুব আনন্দ হল৷’’

‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ এর ঢঙে বিধায়ক বললেন, ‘‘ ডাক্তাররা চিকিৎসা করবেন, আমরা জায়গাটা পরিষ্কার রাখব, সবাই মিলে মিশে করলে খুব ভাল হয়৷’’

আরও পড়ুন: Santanu sen :পরিবারতন্ত্রের ছায়া, স্ত্রীর প্রচার সামলাচ্ছেন স্বামী