অন্যের লটারির টিকিটেই কোটিপতি অনুব্রত

0
31
Anubrata mondal

খাস ডেস্ক: লটারি রহস্যে এল চাঞ্চল্যকর মোড়! বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রতর (Anubrata mondal) নামে ফের বিস্ফোরক অভিযোগ উঠে এল। অভিযোগ, অন্যের লটারির টিকিটেই কোটিপতি হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata mondal)। আর এই বিস্ফোরক অভিযোগটি করেছেন শেখ নুর আলির বাবা। আর এই অভিযোগের জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

অভিযোগকারী শেখ নুর আলির বাবা অভিযোগ করে জানিয়েছেন, অনুব্রতর নামে থাকা ১ কোটির লটারি জিতেছিল ছেলে শেখ নুর আলি। কিন্তু অভিযোগকারীর ছেলে শেখ নুর আলির কাছ থেকে জোর করে টিকিট কেড়ে নেয় পার্টির ছেলেরা। একইসঙ্গে পার্টির ছেলেদের হুমকির মুখেও পড়তে হয় তাঁদের। আর এই অভিযোগের পর থেকেই অভিযোগকারীর বাড়িতে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। পাশাপাশি অভিযোগকারীদের অস্থায়ী ক্যাম্পে তলবও করা হয়েছে।

আরও পড়ুন-বিচারপতির নির্দেশে কলকাতা হাইকোর্টে এলেন শিক্ষাসচিব মণীশ জৈন

এখনও পর্যন্ত ছয়টি লটারির হদিশ পেয়েছেন আধিকারিকরা। আর এই ছয়টি লটারির প্রাপক সকলেই কোনও না কোনও ভাবে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata mondal) সঙ্গে জড়িত রয়েছেন। কখনও তৃণমূল নেতার নামে, কখনও অনুব্রত-কন্যার নামে, আবার কখনও গরুপাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের নামে একের পর এক লটারির হদিশ মিলেছে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

প্রসঙ্গত, গত বছরে ৫৪০৪৫- এই লটারি নম্বর থেকেই ১ কোটি টাকার বিজেতা হিসেবে নাম উঠে এসেছিল অনুব্রত মণ্ডলের (Anubrata mondal)। তাঁকে গ্রেফতারের পর সেই টাকায় নজর পড়ে সিবিআই-এর। এরপরই কয়েকদিন ধরেই সেই লটারি-কাণ্ড নিয়ে তৎপর হয়েছে তদন্তকারীরা৷ বিগত কয়েকদিন ধরেই লটারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।