Nandigram: জামিনে মুক্তি শুভেন্দু ঘনিষ্ট মেঘনাথের, গণতন্ত্রের জয়ের কথা বলছে বিজেপি

0
139

হলদিয়া: অবশেষে হলদিয়া আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী একনিষ্ঠ অনুগামী বিজেপি নেতা মেঘনাথ পাল।

মেঘনাথ পাল নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নির্বাচনী এজেন্ট ছিলেন। গত কয়েকদিন আগে নন্দীগ্রাম হরিপুর অঞ্চল পক্ষ থেকে কিষান মান্ডিতে একাধিক দুর্নীতির দাবিতে কয়েকশো গ্রামবাসীদের নিয়ে ডেপুটেশনের দিয়েছিলেন মেঘনাথ পাল সহ একাধিক নেতৃত্বরা। সেখানে কৃষি দফতরের আধিকারিককে মারধর করার অভিযোগ ওঠে৷ ওই ঘটনায় নাম জড়ায় মেঘনাথ পাল সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ এক ঝাঁক বিজেপি নেতার৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে শুভেন্দু ঘনিষ্ঠ মেঘনাথ পাল সহ ৭ জনকে গ্রেফতার করে। আদালতে থেকে মেঘনাথ পালকে ৫ দিনের নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান বিজেপি নেতা মেঘনাথ পাল। পুলিশি হেফাজতের পর আবারও বৃহস্পতিবার অভিযুক্ত মেঘনাথ পালকে আদালতে হাজির করে নন্দীগ্রাম থানার পুলিশ। আদালতের বিচারক শর্তসাপেক্ষে জামিনে মুক্ত দেন। আদালত শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর মেঘনাথবাবু অবশ্য সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি৷

তবে তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি পলয় পালের অভিযোগ, ‘‘নবান্ন থেকে নির্দেশ আসার পরই পুলিশ মামলা করছে এবং ধারা যুক্ত করছে। পুরোপুরি ভাবে প্রশাসন দলদাস থেকে কৃতদাসের কাজ করছে।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘গণতন্ত্রের জয় হল৷ আইনের প্রতি আমরা প্রথম থেকে শ্রদ্ধাশীল ও আস্থাশীল৷’’

আরও পড়ুন: KMC: সুব্রত-মদন আসরে নামতেই সিদ্ধান্ত বদলাতে চলেছেন রতন মালাকার