১০০ দিনের প্রকল্পের টাকা নিয়ে নয়া সিদ্ধান্তের ইঙ্গিত মমতার

0
37

মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে গিয়েছে৷ তিনদিনের জঙ্গমহল সফরে গিয়েছেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে নতুন ৬৬ টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি৷ এই প্রশাসনিক বৈঠকে PWD সহ কেন্দ্রকে নিয়ে সমালোচনা করেন তিনি৷

ফের কেন্দ্রকে বিধঁলেন তিনি৷ বললেন, ‘‘ডিসেম্বর থেকে কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দেয়নি৷ ফলে চার মাস ধরে টাকা পাচ্ছে না শ্রমিকরা৷ তার জন্য এবার রাজ্য ভাববে৷ যাতে গরিব মানুষগুলো নতুন কাজে যাওয়ার আগে পুরনো সব টাকা পেয়ে যায়৷’’

- Advertisement -

তিনি আরও বলেন, ‘‘পেট্রল-ডিজেল, ওষুধ সহ নানা দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে৷ এই পরিস্থিতিতে যদি ১০০ দিনের কাজের টাকা না পায় তাহলে ওরা খাবে কি? যখন কেন্দ্র টাকা দেবে তখন দেখা যাবে৷ কিন্তু এখন তো কিছু একটা ব্যবস্থা নিতে হবে৷ কারণ মানুষ গুলো আমাদের-এরাজ্যের৷’’

‘‘এত চাহিদা কেন? কাজ করাতে এত খরচ কেন? PWD-কে দিয়ে সব কাজ করানোর দরকার নেই৷’’ বলে জানালেন তিনি৷ সেই সঙ্গে তিনি গাছ কাটা বিরুদ্ধে হুঙ্কার দেন তিনি৷ জানান, অপরাধীদের বিরুদ্ধে যেন পুলিশ ও বনবিভাগ আইনি পদক্ষেপ নেয়৷

বালি পাচার, নাকা চেকিং-এর বিষয়ে তিনি মঞ্চ থেকে জিজ্ঞাসাবাদ করেন৷ চুরি ছিনতাই রুখতে খড়গপুর ও মেদিনীপুরে সিসিটিভি ক্যারায় ঢেকে দেওয়ার পরামর্শ দেন তিনি৷ ৫৬ মাওবাদীদের হোমগার্ডের কাজের সুযোগ করে দেন মুখ্যমন্ত্রী৷

বিডিও-দের স্কুলে মিড ডে মিল, ডেঙ্গু ও করোনা এই সব বিষয়ে নজর দিতে বলেন তিনি৷ বন্দুক এদেশে পাচার বন্ধের জন্য নাকা চেকিং-এর নির্দেশ দেন তিনি৷ বুধবার ঝাড়গ্রামে দুটি কর্মসূচি আছেন মুখ্যমন্ত্রীর৷ প্রথমে বুথস্তরের কর্মিসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷