পূর্ণাঙ্গ পুর নিগম গঠন করতে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

0
24

কলকাতা: ঠাসা কর্মসূচি নিয়ে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এবার তালিকায় একটা জেলা নয়৷ রয়েছে তিন তিনটি জেলা৷ সেখানে একাধিক সভাও করবেন তিনি৷ তাঁর এই সফর শুরু হবে ২৭ জুন থেকে৷ শেষ হবে ২৯ জুন৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দিন অর্থাৎ আগামী ২৭ জুন মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান যাবেন৷ ওই দিন রাতে তিনি দুর্গাপুরে থাকবেন৷ সেখান থেকে পরের দিন অর্থাৎ ২৮ জুন তিনি আসানসোলে যাবেন৷ এই দুই দিন দুটো জায়গায় তাঁর সভা হওয়ার কথা রয়েছে৷ যদিও সবটাই নির্ভর করছে বর্ষার উপর৷ এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে৷

- Advertisement -

আরও জানা গিয়েছে, ২৯ জুন অর্থাৎ সফরের শেষ দিন তিনি দুর্গাপুরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটা বৈঠক করার কথা আছে মুখ্যমন্ত্রীর৷ সেখান থেকেই তিনি সোজা কলকাতার কালীঘাটের বাড়িতে ফিরবেন৷ মুখ্যমন্ত্রীর এই জেলা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলায় জেলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷

অন্যদিকে, আসানসোলে গত ২ ফেব্রুয়ারি পুর নিগমের ভোট সম্পূর্ণ হয়েছে৷ কিন্তু এতো মাস কেটে গেলেও পূর্ণাঙ্গ পুর নিগম গঠন করা সম্ভব হয়নি৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর আসানসোল সফরকালেই পূর্ণাঙ্গ পুর নিগম গঠন করা হতে পারে৷ ফলে আসানসোলবাসী এখন অপেক্ষা করছে মুখ্যমন্ত্রীর৷