ফের উত্তরবঙ্গ সফরে মমতা

0
33
west bengal

কলকাতা: পুজো কাটিয়ে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিন দিনের সফরে রয়েছে তাঁর একাধিক কর্মসূচি৷ ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে রয়েছে জনসভায় যোগদানের কথাও৷ রয়েছে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানও৷

তৃণমূল সূত্রে খবর, আগামী ১৭ অক্টোবর মালবাজারে যেতে পারেন তিনি৷ ১৮ অক্টোবর সেখানে এক প্রশাসনিক বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো৷ সেখানে তৃণমূলের একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ ১৯ অক্টোবর বুধবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷

- Advertisement -

জানা গিয়েছে, দুর্গাপুজোর সময় দশমীর দিন মালবাজারে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল৷ সেখানে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল ৮ জনের৷ সেই সঙ্গে বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছিলেন৷ তাঁদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন বলে জানা গিয়েছে৷