৩ জেলায় বিমানবন্দরের জন্য জমি তৈরি, অনুমতি দিচ্ছে না কেন্দ্র: মমতা

0
25

খড়গপুর: ফের মমতার নিশানায় বিরোধী দল বিজেপি ও সিপিএম৷ খড়গপুরে জেলা সফরে গিয়ে তুলোধনা করলেন কেন্দ্র সরকারকে৷ তিনটি জেলায় বিমানবন্দরের জন্য জমি তৈরি আছে৷ কিন্তু কেন্দ্র অনুমতি দিচ্ছে না৷ এমনটাই দাবি করলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

এদিন তিনি বলেন, ‘‘রাজ্যে কোচবিহার, বালুরঘাট, মালদহে বিমানবন্দরের জন্য জমি তৈরি আছে৷ কিন্তু কেন্দ্র অনুমতিই দিচ্ছে না৷ আগামীদিনে ৮৯ হাজার শিক্ষক নেওয়া হবে৷ টাটায় আরও ১ হাজার লোকের চাকরি হবে৷ পুজোর আগে সব জেলা মিলিয়ে ৩০ হাজার জনের চাকরি করে দেব৷ বাংলায় ৪০ শতাংশ চাকরির সংখ্যা বাড়িয়েছে রাজ্য সরকার৷’’

- Advertisement -

অন্যদিকে, সিপিএম-কেও কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘দেউচা পাঁচামিতে প্রায় প্রতিদিন বিজেপি-সিপিএমের লোকেরা গন্ডগোল পাকাচ্ছে৷ রাজনীতি করা যাবে না, তাই বাধা দেওয়া হচ্ছে৷’’ গত ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যাঁরা জমি দিতে ইচ্ছুক, তাঁদের পরিবারের একজন সরকারি চাকরি পাবে৷

পাশাপাশি তিনি এদিন এক নতুন ব্যবসার দিশা দেখান তিনি৷ বলেন, ‘‘মাত্র ১ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করুন৷ একটা কেটলি, কয়েকটা মাটির ভাঁড় ও সঙ্গে কয়েক প্যাকেট বিস্কুট কিনুন৷ প্রথম সপ্তাহে চা-বিস্কুট বিক্রি করুন৷ এই ব্যবসাই ধীরে ধীরে বাড়বে৷ প্রথম সপ্তাহে কিছু লাভ হওয়ার পর মাকে বলুন একটু ঘুঘনি করে দিতে৷’’

‘‘এরপর চা-বিস্কুট, ঘুঘনির সঙ্গে তেলেভাজা যোগ করুন৷ পুজোর সময় মণ্ডপের আশেপাশে কোথাও একটা টুল ও টেবিল নিয়ে বসলেন৷ দেখবেন আপনি লোককে এই খাবারগুলো দিয়ে কুলোতে পারবেন না৷ পুজোর সময় বিক্রিই হবে৷ লাভের মুখ দেখবেন আপনারা৷ কোনো কাজই ছোটো না৷’’ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী৷