টাটায় আরও ১ হাজার নিয়োগ, আশ্বাস দিলেন মমতা

0
33
mamata on akhil giri

খড়গপুর : চারদিনের জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই সফরের শেষদিন। এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা জানিয়েছেন, টাটায় আরও এক হাজার লোক নেওয়া হবে। চাকরি পাবেন ১ লক্ষের বেশি যুবক। শুধু তাই নয় রাজ্যের শিল্প নিয়ে এবার রাজ্য সরকার তৎপর হয়েছে, তাঁর বক্তব্যে তিনি তা স্পষ্ট করে দিয়েছেন।

তিনি এদিন জানিয়েছেন, টাটায় নেওয়া হবে ১ হাজার লোক। দেউচা পাচমিতে চাকরি পাবেন লক্ষের বেশি যুবক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হচ্ছে। আসানসোলে সেল গ্যাস, ডানকুনি থেকে পানাগড়, বড়জোরা থেকে বাঁকুড়া হয়ে পুরুলিয়া পর্যন্ত শিল্প করিডোরের কথা বলেন তিনি। জঙ্গলমহলে ২২২৫ বিঘা জমিতে ৭২ লক্ষ টাকার শিল্প হচ্ছে, তাজপুরে বন্দর তৈরি হচ্ছে। দিঘায় তিনটি সেতু। এমনকি, চামড়ার শিল্পে কয়েক লক্ষ যুবকের চাকরি হবে বলেও আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -

এছাড়াও এদিন তিনি আরও বলেন, ‘‘মাত্র ১ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করুন৷ একটা কেটলি, কয়েকটা মাটির ভাঁড় ও সঙ্গে কয়েক প্যাকেট বিস্কুট কিনুন৷ প্রথম সপ্তাহে চা-বিস্কুট বিক্রি করুন৷ এই ব্যবসাই ধীরে ধীরে বাড়বে৷ প্রথম সপ্তাহে কিছু লাভ হওয়ার পর মাকে বলুন একটু ঘুঘনি করে দিতে৷’’

‘‘এরপর চা-বিস্কুট, ঘুঘনির সঙ্গে তেলেভাজা যোগ করুন৷ পুজোর সময় মণ্ডপের আশেপাশে কোথাও একটা টুল ও টেবিল নিয়ে বসলেন৷ দেখবেন আপনি লোককে এই খাবারগুলো দিয়ে কুলোতে পারবেন না৷ পুজোর সময় বিক্রিই হবে৷ লাভের মুখ দেখবেন আপনারা৷ কোনো কাজই ছোটো না৷’’ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী৷