Firecrackers Explode : চলন্ত স্কুটারে বাজি বিস্ফোরণ, আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু বাবা-ছেলের

0
43

কলকাতা: এভাবেও আঁধার নেমে আসে৷ সাত বছরের এক রত্তি শিশুটার শখ মেটাতে তাঁকে সঙ্গে করে দোকানে গিয়েছিলেন বাজি কিনতে৷ বাজি কিনেওছিলেন৷ কিন্তু বাজি নিয়ে বাড়ি ফেরা হল না বাবা-ছেলের৷ চলন্ত স্কুটারে বাজির ঘর্ষণ থেকে জন্ম নিল আগুনের ফুলকি৷ আর তাতেই চলন্ত স্কুটারে বাজি বিস্ফোরণে ঘটনাস্থলেই আগুনে ঝলসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা-ছেলে৷

লক্ষ্মীবারের এই ঘটনা সোশ্যাল সাইটের মাধ্যমে সামনে এসেছে৷ ঘটনাটি ঘটেছে পুদুচেরি-ভিলুপুরম সীমান্তের কাছে। ঘটনার জেরে নেমে এসেছে শোকের ছায়া৷

- Advertisement -

জানা গিয়েছে, কালী পুজো উপলক্ষ্যে কালাইনেসান তাঁর সাত বছর বয়সী সন্তান প্রদীপকে নিয়ে গিয়েছিলেন বাজি কিনতে৷ বাজি কিনে স্কুটারে করে ভিলুপুরম জেলার কোত্তাকুপ্পাম ইস্ট কোস্ট রোডের কুনিমেদু গ্রামে বাড়ি ফিরছিলেন৷

সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, স্কুটারের সামনে আতসবাজির দুটো বাণ্ডিল বসিয়ে তার ওপরে নিজের সাত বছরের ছেলেকে বসান কালাইনেসান৷ কিছুটা পথ আসার পর আচমকায় বাজির স্তুপে আগুন ধরে যায়৷ কিছু বুঝে ওঠার আগেই চলন্ত বাইকটিতে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন৷ মুহূর্তের পলকে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা৷ আগুনে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা, ছেলের৷

ভিডিওটিতে দেখা গিয়েছে, কালাইনেসানের পিছনে আরও অনেকে বাইক চালিয়ে আসছিলেন৷ চলন্ত বাইকে আগুন লেগে যাওয়ায় আরও দুটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷ জখম হন আরও তিনজন৷ স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷

আরও পড়ুন: MA ENGLISH CHAIWALI দেখতে চান, চলে আসুন হাবড়া স্টেশনে