যেন সাক্ষাৎ যমদূত, আতঙ্ক ছড়াচ্ছে তালিবানের বদরি-৩১৩

0
405

খাস খবর ডেস্ক: আফগান সেনার অস্ত্রভাণ্ডার এখন পুরোটাই তালিবানের দখলে। এর পাশাপাশি মার্কিন সেনার অস্ত্রাগারেও কম লুঠপাঠ চালায়নি তারা। সবমিলিয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে তালিবান ফৌজ। তবে এর মধ্যেই প্রকাশ্যে এল তাদের স্পেশ্যাল ফোর্সের ছবি। গায়ে বুলেট প্রুফ জ্যাকেট। হাতে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যার ছবি ভয় ধরাতে বাধ্য।

আরও পড়ুন, যোগীরাজ্যে তৈরি হবে ব্রাহ্মস মিসাইল, সবুজ সংকেত সরকারের

- Advertisement -

শরীরে কোনও মায়াদয়া নেই। মুড়ি মুড়কির মতো মানুষ হত্যা করে নির্বিচারে। গোটাবিশ্বে এমন এক জঙ্গিগোষ্ঠী হিসেবেই কুখ্যাত তালিবানরা। সম্প্রতি সশস্ত্র অভ্যুত্থানে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আরোই ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা। প্রথমে শান্তি, নারী অধিকারের কথা বললেও ধীরে ধীরে স্বমূর্তি ধারণ করছে তারা৷

আরও পড়ুন, আমেরিকার জেল ফেরত হাই-প্রোফাইল এই জঙ্গিই এখন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী
অফিসে নারীরা কাজ করতে পারবেন না। একা বাইরে বেরোলে অত্যাচার করা হবে সহ একাধিক বিধিনিষেধ চাপাচ্ছে সাধারণ মানুষের ওপর। বন্দুকের আগায় দেশ শাসন করছে তারা। প্রতিদিন তাদের হাতে মারা যাচ্ছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অঅত্যাধুনিক অস্ত্র নিয়ে কার্যত অপ্রতিরোধ্য মনে হচ্ছে তাদের৷ তাদের বদরি ৩১৩ নামক স্পেশ্যাল ফোর্সটিও এই কারণেই ভয় ধরাচ্ছে গোটা বিশ্বজুড়ে।

মনে করা হচ্ছে, এই স্পেশ্যাল ফোর্সটিকে পঞ্জশির প্রদেশ দখল করতে ব্যবহার করবে তালিবানরা। বিশেষজ্ঞদের আশঙ্কা , অন্যান্য দেশে নাশকতা ছড়াতেও কাজে লাগানো যেতে পারে বদরিকে। ভবিষ্যতে আমেরিকা কিংবা অন্যদেশের সঙ্গে তাদের সংঘাতেও এই বাহিনীকে ব্যবহার করতে পারে তারা।