গোরু পাচার মামলার পর ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ কেষ্টা-কে

0
45
anubrata mandal

কলকাতা: ফের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই৷ ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় মঙ্গলবার তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে মঙ্গলবার দুপুর ১ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস পাঠানো হয়েছে৷

প্রসঙ্গত, গত সপ্তাহে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে সিবিআই ডেকে পাঠায়৷ এর আগেও সিবিআই তাঁকে ডেকে পাঠিয়ে ছিল কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান৷ অবশেষে গরু পাচার মামলায় গত সপ্তাহে তিনি হাজিরা দেন৷ এরপর এক টানা তাঁকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

- Advertisement -

একইভাবে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় কেষ্টাকে আগে অনেকবার সিবিআই তলব করেছিল৷ কিন্তু তিনি এড়িয়ে গিয়েছিলেন৷ ফের মঙ্গলবার অনুব্রতকে ডেকে পাঠায় সিবিআই৷ এবার দেখার বিষয় হচ্ছে যে, তিনি যাবেন কিনা৷ কারণ তাঁর শরীর খারাপ৷ গত সপ্তাহেই তিনি একটু সুস্থ হয়ে বীরভূমে তাঁর নিজের বাড়ি ফিরেছেন৷

সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় তাঁকে গত বছর থেকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল৷ কিন্তু তিনি শারীরিক অসুস্থতা-সহ বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে যান৷ এরপরই গত সপ্তাহে আইনজীবীর মাধ্যমে ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি৷