আচমকায় পদত্যাগ বাবুলের, জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

0
351

কলকাতা: মোদীর মন্ত্রিসভা থেকে তবে কি পাট চুকিয়ে গেল আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র৷ কারণ, আর কিছুক্ষণ পরেই সম্প্রসারিত হতে চলেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা৷ সেখানে বাংলা থেকে দু’জন নয়, মন্ত্রিসভায় ঠাঁয় পাচ্ছেন চার জন সাংসদ৷ সুভাষ সরকার, জন বার্লা, নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর৷ স্বাভাবিকভাবেই, আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ায় জল্পনা তুঙ্গে৷

আরও পড়ুন: মোদীর মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পেতে চলেছেন বাংলার দুই সাংসদ

- Advertisement -

সরাসরি এবিষয়ে বাবুলের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, মন্ত্রিসভায় বাংলার কাকে ঠাঁয় দেওয়া হবে আর কাকে বাদ দেওয়া হবে তা নিয়ে শুভেন্দু অধিকারীর স্ট্র্যাটেজিতেই আস্থা রেখেছেন শীর্ষ নেতৃত্ব৷ তাঁরই নিটফল, মন্ত্রিসভা সম্প্রসারণের আগেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন বাবুল৷ এতদিন কেন্দ্রীয় পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন বাবুল৷

আরও পড়ুন: বিরল প্রজাতির পাখি উদ্ধার, গ্রেফতার আন্তর্জাতিক দুই পাচারকারী

সূত্রের খবর, সাম্প্রতিক বাংলা ভাগ সহ কিছু বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মনমালিন্য হয়েছিল বাবুলের৷ তারই জেরে বাবুলকে পদ খোয়াতে হল বলে মনে করা হচ্ছে৷ স্বাভাবিকভাবেই বাবুল সুপ্রিয় এখন কি পদক্ষেপ গ্রহণ করেন সেদিকে তাকিয়ে সব মহলই৷ কারণ, বাবুলকে বাদ দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক বির্তকের শীর্ষে থাকা জন বার্লাকে নিয়ে যাওয়া হচ্ছে নয়া মন্ত্রিসভায়৷ ওই জন বার্লার দৌলতেই বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার দাবি জোরালো হয়েছিল৷ যদিও বার্লার ওই মন্তব্যকে ‘দলের মন্তব্য’ নয় বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ৷ স্বাভাবিকভাবেই, এহেন বার্লাকে মন্ত্রিসভায় এনে শীর্ষ নেতৃত্ব দিলীপবাবুদের প্রতি কি বার্তা দিলেন তা নিয়েও চলছে তীব্র জল্পনা৷