Swastika Mukherjee: হোম-আইসোলেশনে থেকেই প্রয়াত বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট স্বস্তিকার

0
13083

 

বিনোদন ডেস্ক: মেয়ের কাছে বাবা চিরকালই খুব কাছের হয় তা সে সেলিব্রেটি হোক বা আমজনতা। তারউপর যদি হয় কাছের মানুষের বিশেষ দিন তাহলে তো কোন কথাই নেই। বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে আপ্রান চেষ্টা করে সবাই। তবে বর্তমান করোনার কোপে সকলেই ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা জানাচ্ছে আপন জনদের। আজ বৃহস্পতিবার প্রয়াত অভিনেতা সন্তু মুখপাধ্যায়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষে মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় আবেগঘন পোস্টে চোখ ভিজল নেটদুনিয়ার।

- Advertisement -

বাবা কাছে নেই তাতে কি। বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘বাবা শুভ জন্মদিন।’ পরনে লাল পার সাদা সাড়ি, খোলা চুল এক মুখ ভর্তি হাসিতে বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে প্রয়াত অভিনেতাকে মেরুন পাঞ্জাবিতে হাসতে দেখা যাচ্ছে। ২০২০ সালে প্রয়াত হয়েছেন অভিনেতা। স্বস্তিকার পোস্ট করা ছবিটি একটি গানের শ্যুটিংয়ের। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানে মেয়ে-বাবার যুগলবন্দি দেখা গিয়েছিল সেখানে। সেই গানেরই একটি দৃশ্য পোস্ট করে স্বস্তিকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা সন্তু মুখোপাধ্যায়কে।বারবার অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া উঠে আসে বাবার নাম।

গতকাল বুধবারে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে মজার ছলে একথা জানান অভিনেত্রী নিজেই। লিখেছিলেন, “শুনেছিলাম এবারেও যাদের হচ্ছে না তারা নাকি জমের অরুচি। জমঃ Are You Co-virgin? আমিঃ Negative sir।” অভিনেত্রী ছাড়াও ইতিমধ্যে টলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পার্নো মিত্র, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় সহ জিৎ গঙ্গোপাধ্যায়, শ্রীলেখা, ঋদ্ধি সেন, রুক্মিনী মৈত্র, মিমি চক্রবর্তী- সহ একাধিক তারকারা। করোনা নেগেটিভ দেব তবে আপাতত তিনি হোম আইসোলেশনেই আছেন। তবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় করোনা পজেটিভ হলেও এখনো অবধি মেয়ে অন্বেষা কেমন আছে তা জানা যায়নি।