গুলিতেই জব্দ, বন দফতরের জালে সুন্দরবনের Royal Bengal Tiger

0
201

কুলতলি: অবশেষে প্রতীক্ষার অবসান৷ টানা ছ’দিনের লুকোচুরি খেলার পর অবশেষে নিজের ডেরা ছেড়ে বাইরে এলেন সুন্দরবনের ‘শাহেনশা’৷ মুহূর্তে বন কর্মীদের তাক করা বন্দুক থেকে উড়ে গেল ঘুমপাড়ানি বুলেট! যার নিট ফল, আপাতত বন্দী রয়্যাল বেঙ্গল টাইগার৷ স্বাভাবিকভাবেই স্বস্তির শ্বাস কুলতলিতে৷

বন দফতর সূত্রের খবর, এদিন সকাল থেকে কুলতলির জঙ্গলে শুরু হয়েছিল বাঘ-বন্দি অভিযান৷ তিনটি দলে ভাগ হয়ে অভিযানে নেমেছিলেন বনকর্মীরা৷ দমকলের হোস পাইপ দিয়ে জঙ্গলে কৃত্রিম বৃষ্টিপাতও করা হচ্ছিল৷ একই সঙ্গে বাঘের সম্ভাব্য ডেরায় জঙ্গলের গাছ কেটে সামনের দিকে এগোচ্ছিলেন বনকর্মীরা৷ তীব্র আওয়াজ এবং কনকনে ঠাণ্ডা জলের দাপটে কার্যত ভয় পেয়ে গর্জন করতে করতে নিজের ডেরা থেকে বেরিয়ে আসে দক্ষিণা রায়৷

- Advertisement -

আগে থেকেই ঘুম পাড়ানি বন্দুক উঁচিয়ে তৈরি ছিলেন বনকর্মীরা৷ পিয়ালি নদীর কাছে জঙ্গল থেকে বাঘ বেরতেই তাঁকে গুলি করেন বনকর্মীরা৷ সূত্রের খবর, দুটি গুলি ছোঁড়া হয়৷ তবে খাঁচার দরজা খোলা থাকায় ফের বেরিয়ে যায় রয়্যাল বেঙ্গল৷ তবে ঘুম পাড়ানি গুলির প্রভাব থাকায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে সে৷

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘‘আপাতত বাঘটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ পুরোপুরি ঘুমিয়ে পড়লেই তাঁকে খাঁচায় বন্দি করে তোলা হবে লঞ্চে৷ চিকিৎসকরা তার শারীরিক সুস্থতা খতিয়ে দেখার পরই ফের তাকে ছাড়া হবে গভীর জঙ্গলে৷’’

আরও পড়ুন: Alcohol: মদের ঠেককে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ, কামারহাটিতে মহিলাদের মিছিলে হামলার অভিযোগ

আরও পড়ুন: মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ Gangasagar এ মুখ্যমন্ত্রী, পুজো দেবেন কপিল মুনির আশ্রমে