যান্ত্রিক গোলযোগে বিমান বিভ্রাট, যুদ্ধংদেহী যাত্রীকূল

0
72

কলকাতা: নির্ধারিত সময়ে বিমান বন্দরে পৌঁছেও বিমানে চাপ হল না যাত্রীদের৷ ফলে ১৪৬ জন যাত্রী পৌঁছতে পারলেন না নিজেদের গন্তব্যে৷ উলটে টানা চার ঘণ্টা ঠায় অপেক্ষা করতে হল বিমানবন্দরে৷ সোমবার সকালে এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা বিমান বন্দর৷ ঘটনার প্রতিবাদে যাত্রীরা বিমান বন্দরে বিক্ষোভও দেখান৷ প্রশ্ন তোলেন, যাত্রী পরিষেবার মান নিয়েও৷ পরে সকাল দশটা নাগাদ ওই বিমানে করেই যাত্রীদের নিয়ে যাওয়া হয় গন্তব্যে৷

যাত্রীরা জানিয়েছেন, এদিন সকালে কলকাতা বিমান বন্দর থেকে সকাল সাড়ে ছ’টায় বেসরকারি বিমান সংস্থার বিমানটি (SG 8373) রওনা হওয়ার কথা ছিল৷ সেই অনুযায়ী যাত্রীদের নিয়ে বিমান সংস্থা বাসে করে বিমানের সামনে নিয়ে যায়৷ কিন্তু বাস থেকে নামার আগের মুহূর্তে যাত্রীদের জানানো হয়, বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে৷ কখন বিমান রওনা দেবে তা এখনই বলা সম্ভব নয়৷

- Advertisement -

স্বাভাবিকভাবে যাত্রী মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়৷ যাত্রীদের কথায়, বিমানটির কি সমস্যা হয়েছে, সেটি মেরামত করতে কতক্ষণ সময় লাগবে, আদৌ রওনা দেবে কি না, এর কোনও সদুত্তর দিচ্ছিলেন না বিমান কর্তৃপক্ষ৷ যার জেরে উৎকন্ঠা তৈরি হয় সংশ্লিষ্ট বিমানের ১৪৬ জন যাত্রীর৷ তাঁদের মধ্যে কয়েকজন অফিসের জরুরি কাজে গন্তব্যে যাচ্ছিলেন৷ আর কয়েকজন যাচ্ছিলেন চিকিৎসকের কাছে৷ এভাবে নির্দিষ্ট সময়ে পৌঁছেও বিমানের গোলযোগে গন্তব্যে পৌঁছাতে না পেরে এরপরই বিক্ষোভ শুরু করেন যাত্রীরা৷ পরে সকাল ১০টা নাগাদ যান্ত্রিক গোলযোগ মিটিয়ে ১৪৬ জন যাত্রীকে নিয়েই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি৷ যদিও এই বিষয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি৷

আরও পড়ুন: অর্জুনের দিল্লি সফরের মাঝেই নয়া জল্পনা সামনে আনলেন তৃণমূল বিধায়ক