মানুষের রায় মাথা পেতে নিয়ে দলকেই কড়া বার্তা দিলেন Agnimitra Paul

0
61

আসানসোল: বিধানসভার জয়ের ধারা অটুট রাখতে পারলেন না৷ প্রায় দু’লক্ষ ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন ফ্যাশন ডিজাইনার তথা আসানসোল লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল৷ তাই কাউন্টিংয়ের শেষ পথে গণনা কেন্দ্র ছাড়লেন তিনি৷ যাওয়ার আগে দক্ষ রাজনীতিকের ঢঙে বললেন, ‘‘মানুষের রায় মাথা পেতে নিলাম৷ কারণ, মানুষের ভালবাসা ছাড়া সামনে এগানো সম্ভব নয়৷’’ খানিক থেমে যোগ করলেন, ‘‘আমি অন্যদের মতো রিগিংয়ের কথা বলব না৷ তবে দু’বছর পরে লোকসভা নির্বাচন৷ তাই আমি নেতৃত্বকে বলব, এখন থেকেই বিষয়টি নিয়ে ভাবতে হবে৷’’

অগ্নিমিত্রার এই বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ তাঁদের মতে, যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হওয়ার পরও জয় তো দূরস্ত প্রায় ২ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হতে হল, তাতে সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট৷ পরোক্ষে সেটাই স্পষ্ট করতে চেয়েছেন অগ্নিমিত্রা৷ এই বিষয়ে এখনই অগ্নিমিত্রা সরাসরি কোনও মন্তব্য না করলেও ঘনিষ্ঠ মহলে তাঁর অনুযোগ, হাওয়ায় ভর করে কখনও সংগঠনের বিস্তার হতে পারে না৷ এজন্য চায় ধারাবাহিক কর্মসূচি৷ যার সাহায্যে জনসংযোগকে আরও বাড়িয়ে তুলতে হবে বলেই মত তাঁর৷

- Advertisement -

বস্তুত, আজ বালিগঞ্জের পাশাপাশি আসানসোল উফ নির্বাচনের দিকে চোখ ছিল সব মহলের৷ কারণ, পালাবদলের আগে পর্যন্ত সিপিএমের শক্তঘাঁটি আসানসোল পরিবর্তনের বাংলাতেও সেই ১৪-র লোকসভা থেকেই প্রবলভাবে আস্থা রেখেছে গেরুয়া ঝাণ্ডায়৷ ১৯ এর লোকসভায় তৎকালীন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র জয়ের ব্যবধান ছিল প্রায় ২ লক্ষ৷ সেখানে একুশের ভোটে আসানসোলের সাতটি বিধানসভার মধ্যে ৫টিতে নিজেদের জয়ের ধারা অক্ষুন্ন রাখতে পারলেও সাতটি বিধানসভা মিলিয়ে শাসকের মোট জয়ের ব্যবধান মাত্র ৫৪ হাজার ৮১১৷ পাটি গণিতের সহজ হিসেবে দেখলে ৫টি বিধানসভায় শাসকের গড় জয়ের ব্যবধান ছিল ১০ হাজারের আশে পাশে৷ সেখান থেকে এক ধাক্কায় ব্যবধান যেভাবে ২ লাখ ছাড়িয়েছে, তাতে যথেষ্ট বিড়ম্বনায় গেরুয়া শিবির৷ স্পষ্ট, সাংগঠনিক দুর্বলতার ছবিটা৷ ‘অল্প কথা’য় অগ্নিমিত্রা সেটাই স্পষ্ট করতে চেয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের৷

আরও পড়ুন: হাঁসখালি কাণ্ড: নাবালিকাকে ‘ভোগ’ করার জন্যই পরিকল্পিতভাবে পার্টি ডাকা হয়েছিল