রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের পদক্ষেপ চান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

0
34
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে যাতে নিজেদের দেশে ফিরে যেতে পারেন। ঠিক এমনটাই আশা নিয়ে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশের আয়োজিত ‘মায়ানমারের বর্তমান পরিস্থিতি: সংখ্যালঘু রোহিঙ্গাদের অবস্থা’ বিষয় নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ।

- Advertisement -

জানা গিয়েছে, ভার্চুয়াল আলোচনা সভার সহ-আয়োজক ছিল কানাডা, সৌদি আরব ও তুরস্কের স্থায়ী মিশন এবং আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল সেন্টার ফর রেসপনসিবিলিটি টু প্রটেক্ট’। এই সভার সূচনা করেন বাংলাদেশের প্রতিনিধি রাবাব ফাতিমা। এছাড়াও মূল বক্তব্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এছাড়াও সভার যোগদান করেন জাতিসংঘে নিযুক্ত কানাডার স্থায়ী প্রতিনিধি বব রে, তুরস্কের স্থায়ী প্রতিনিধি ফেরিদুন হাদি সিনির লইয়োগো, জাতিসংঘের গণহত্যা প্রতিরোধবিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যালিস ওয়াইরিমু নেডিরিটু।

আরও পড়ুন-বিশ্বে দৈনিক সংক্রমণ কমলেও, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা

সভায় ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “এই আবাসনব্যবস্থা গুলি জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীরা যথাযথভাবে পরিদর্শন করেছেন। এখানে রোহিঙ্গাদের থাকার যোগ্য গড়ে তোলার জন্য যথাযথ ভাবে কাজ শুরু করা হয়েছে।” এছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদ ও মানবাধিকার কাউন্সিলসহ আন্তর্জাতিক সম্প্রদায় সব সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে ভেবেছেন বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি এবিষয়ে এবার কড়া পদক্ষেপের গ্রহণের কথা তুলে ধরেন তিনি।

এছাড়াও আব্দুল মোমেন জনান, নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সনদ অনুযায়ী তাদের দায়বদ্ধতা পরিপালন করবে। নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা সমস্যার সমাধানে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করবে, যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজদের ভূমিতে নিরাপদে ও মর্যাদাপূর্ণভাবে ফিরে যেতে পারে। এছাড়াও সভাতে আলোচনায় রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, করোনার টিকাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

অন্যদিকে, রোহিঙ্গা ইস্যুতে মানবিক ভূমিকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান ভলকান। এছাড়াও জাতিসংঘ–সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে জাতিসংঘকে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।