চুল কেটে, হিজাব পুড়িয়ে প্রতিবাদ মহিলাদের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

0
48

খাস ডেস্ক : প্রতিবাদের ঝড়ে উত্তপ্ত ইরান। অভিনব পদ্ধতিতে চলছে প্রতিবাদ। ইরানের মহিলাদের এই অভিনব পদ্ধতির প্রতিবাদ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গিয়েছে, বছর বাইশের এক তরুণীর মৃত্যুকে ঘিরেই চলছে এই প্রতিবাদ। নীতি পুলিশির কারণে মৃত্যু ঘটেছে ওই মহিলার। সেই ঘটনাকে ঘিরেই এখন সব মহিলারা প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই তরুণীর মৃত্যু হয়। জানা গিয়েছে, আগের সপ্তাহের শুক্রবার মাহসা আমিনি নামের ওই তরুণীর মৃত্যু ঘতে। তাঁর পরা হিজাবে সমস্যা থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাহসাকে তেহরান থেকে গ্রেফতার করে ভ্যানে তোলা হয়। সেখানে তাঁকে মারধর করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। বিক্ষোভের কারণে রীতিমতো শোরগোল পড়ে ইরানের রাজধানীতে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে মহিলারা জমায়েত করে বিক্ষোভ করতে শুরু করে। সেখান থেকেই স্বাধীনতা ও জীবন নিয়ে স্লোগান তোলে তাঁরা।

- Advertisement -

এই প্রতিবাদে অনেকেই প্রতীকী হিসাবে নিজেদের হিজাব পর্যন্ত খুলে ফেলেন অনেকেই। পাশাপ্সহি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তাঁদের অভিনব প্রতিবাদের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মহিলারা তাঁদের চুল কেতে এবং হিজাবে আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সেই ভিডিওই পোস্ট করেছেন ফেসবুকে। তবে নীতিপুলিশির যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্য অনুসারে, ওই তরুণী হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। কিন্তু তরূণীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহিসার কোনোরকম কোনও শারীরিক সমস্যা ছিল না।