সমকামী-উভকামীদের মধ্যেই ছড়াচ্ছে মাঙ্কি ভাইরাস, মহামারী হবে কি

0
71

খাস খবর ডেস্ক: করোনার পাশাপাশি মাঙ্কি পক্স-ও ইদানিং বিশ্ববাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিকে দিকে সন্ধান পাওয়া যাচ্ছে এই ভাইরাসে আক্রান্ত রোগিদের। এ অবস্থায় আর কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে মাঙ্কি ভাইরাস? করোনার মত এর ফলেও কি অতিমারী পরিস্থিতির সৃষ্টি হতে পারে?

আরও পড়ুন:করোনাতে-ই শেষ নয়, আরও এক বিধ্বংসী মহামারীর ইঙ্গিত

- Advertisement -

ব্যখ্যাসহ জবাব দিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর জবাবটি হল, নাঃ মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব কখনও-ই অতিমারী বা মহামারীর রূপ নেবে না। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উক্ত রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ডঃ রোসামুন্ড লুইস সোমবার একটি সভায় বলেন, “এটা ঠিক যে এই রোগে শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্তু তা থেকে আমি এটা আশা করি না যে আরও একটি অতিমারী আসতে চলেছে।”

যদিও ডঃ লুইসের এটা স্বীকার করে নিতে দ্বিধা নেই যে মাঙ্কি পক্স রোগ বা রোগটির ভাইরাস সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। তিনি বলেন, “১২টির-ও বেশি দেশে এই রোগে আক্রান্ত যে ক’জন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে, অধিকাংশই সমকামী অথবা উভকামী। সুতরাং এই বিষয়ে জোর দেওয়া প্রয়োজন। যাতে মানুষ-ও সতর্ক হতে পারেন, আবার একইসঙ্গে বিজ্ঞানীরাও ভাইরাসটিকে নিয়ে আরও গবেষণা চালিয়ে যেতে পারে।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অনেক দেশেই এর আগে পর্যন্ত-ও মাঙ্কি পক্স শনাক্ত হয়নি। কিন্তু এখন ২৩টি দেশে ২৫০ -রও বেশি রোগির সন্ধান মিলেছে। ডঃ লুইস জানাচ্ছেন, ইঁদুরের সঙ্গে সম্পর্কিত এই ভাইরাস যৌন সংসর্গের মাধ্যমে ছড়াচ্ছে নাকি যৌনক্রিয়ায় লিপ্ত ব্যক্তিদের সংস্পর্শে আসলেই ছড়াচ্ছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।