মেয়াদ উত্তীর্ণ হতে চলা টিকা পাঠানো হচ্ছে গরীব দেশগুলিতে

0
87

খাস খবর ডেস্ক: এক ডিসেম্বর মাসেই তাদের জন্য বরাদ্দ ১০ কোটিরও অধিক টিকা প্রত্যাখান করেছে বিশ্বের দরিদ্র দেশগুলি। কারণ? জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF -র বিস্ফোরক দাবী, সংক্রমণ ঠেকাতে দেশগুলির জন্য বিপুল পরিমাণ টিকা মজুত করা হয়েছিল। কিন্তু  বেশিরভাগেরই মেয়াদ প্রায় উত্তীর্ণ।

আরও পড়ুন: করোনার করালগ্রাসে থাকা ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

- Advertisement -

এর আগে যুক্তরাষ্ট্রেও একই ধরণের ঘটনা দেখতে পাওয়া গিয়েছে। ভ্যাকসিনের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। ফলে প্রায় কয়েক লাখ টিকা নষ্ট করে দেওয়া হয়। এ নিয়ে বিভিন্ন মহলে বয়ে যায় সমালোচনার ঝড়ও।

বর্তমান ঘটনা আরও মারাত্মক। গরীব দেশ বলে যেন তাদের কোনও মূল্যই নেই। তাই মেয়াদ প্রায় উত্তীর্ণ হওয়া টিকা পাঠানো হয় সেখানে। তবে পাল্টা দিয়েছে তারাও। ফিরিয়ে দিয়েছে এইসমস্ত টিকা। UNICEF -র সরবরাহ বিভাগের পরিচালক এটলোভা কাদিলি সংখ্যাটি স্পষ্ট করেছেন, “শুধুমাত্র ডিসেম্বরেই প্রত্যাখ্যাত হয়েছে ১০ কোটির ওপর টিকা।”

আরও পড়ুন: যৌন নির্যাতনের মামলা অভিযুক্ত হয়ে সমস্ত রাজকীয় খেতাব হারালেন প্রিন্স অ্যান্ড্রু

বিশদে ব্যখ্যা করে কাদিলি অবশ্য বলেন, “ভ্যাকসিন রাখার জন্য পর্যাপ্ত স্টোরেজের ব্যবস্থা রাখেনি দেশগুলি।” কিন্তু হালে পানি পাচ্ছে না সে মন্তব্য। নেটিজেনরা বলছেন, এটি কোন যুক্তিই হতে পারে না।