কৃষ্ণাঙ্গ হত্যা মামলায় ৩ শ্বেতাঙ্গকে দোষী ঘোষণা, অনন্য দৃষ্টান্ত আমেরিকায়

0
43

খাস খবর ডেস্ক: সাদা আর কালো চামড়ার বিভাজন রেখাটা সেই আদ্দ্যিকাল থেকেই সুস্পষ্ট। মাঝে নেলসন ম্যান্ডেলা নামক মহামানবের আবির্ভাব ঘটেছিল। কিন্তু হলে কী হবে? তিনিও এই রেখা মুছে দিতে পারলেন কোথায়? বিশ্বজুড়ে আজও নিষ্পেষিত, অবহেলিত কৃষ্ণাঙ্গরা।

তবে এবারে মার্কিন যুক্তরাষ্ট্রে যে দৃষ্টান্ত দেখা গেল, তাকে অভূতপূর্ব না বলে উপায় নেই। কেন? সে দেশের একটি আদালতের জুরি জনৈক কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার অপরাধে ৩ জন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করেছে। আর যেটা উল্লেখ্য, এই জুরিতে ১১ জনই শ্বেতাঙ্গ। ৯ জন নারী এবং ২ জন পুরুষ।

- Advertisement -

আরও পড়ুন: গণতন্ত্র সম্মেলনে চীন নেই তাইওয়ান আছে, যুক্তরাষ্ট্রের বিরোধিতায় সরব বেইজিং

ঘটনাটি জর্জিয়া প্রদেশের ব্রান্সউইকে। সেখানে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আহমাদ আরবেরি নামক বছর ২৫ য়ের জনৈক কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার অভিযোগে গ্রেফতার হন তিন শ্বেতাঙ্গ। এরা হলেন গ্রেগরি ম্যাকমাইকেল (৬৫), তাঁর ছেলে ট্র্যাভিস ম্যাকমাইকেল এবং তাঁদের প্রতিবেশী উইলিয়াম রোডি ব্রায়ান (৪২)। মোট ২৩ জনের সাক্ষ্যের ভিত্তিতে দুদিনের গভীর পর্যালোচনার শেষে তিনজনকে দোষী সাব্যস্ত করেছেন জুরিরা।

আদালত সূত্রে খবর, এদের বিরুদ্ধে শুধু হত্যা নয়। আনা হয়েছে অপহরণের চেষ্টা এবং জাতি বিদ্বেষের মত অভিযোগও। পাবলিক প্রসিকিউটর লিন্ডা দুনিকস্কী সওয়াল করতে গিয়ে বিষয়টির একটি স্পষ্ট চিত্র ফুটিয়ে তোলেন‌। তাঁর কথায়, “আহমাদ আরবেরি এই তিনজনের জন্য কোনও হুমকিস্বরূপ ছিল না। শুধুমাত্র কৃষ্ণাঙ্গ এবং নিরস্ত্র ছিল বলেই তাকে হত্যা করা হয়েছে।” বিশদে বলেন, “ও রাস্তা দিয়ে ছুটছিল। বোধহয় ৫ মিনিট মত ছুটতে পেরেছিল। ওকে রাস্তাতেই হামলার সিদ্ধান্ত নেয় তিন অপরাধী।”

আরও পড়ুন: ইয়েমেনে দুর্ভিক্ষজনিত মহামারীর আশঙ্কা করছে জাতিসংঘ

হত্যার অভিযোগ স্বীকার করতে বাধ্য হলেও এই কারণটি অবশ্য অস্বীকার করেছে আসামীপক্ষ। তাদের তরফে একমাত্র ট্র্যাভিসই আদালতে হাজির ছিলেন। জানান, “আত্মরক্ষার্থে শটগান থেকে গুলি ছোঁড়েন তারা।” যা মোটেও হালে পানি পাচ্ছে না তাঁরই স্বজাতীয় জুরিদের সামনে। এদিকে আরবেরির পরিবার ন্যায় বিচার পাওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে আদালত এবং জুরিদের।