মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান, সাক্ষাৎ মৃত্যু দেখে এলেন পাঁচশো যাত্রী

0
77
pilots

কলকাতা: ফের বিপত্তি আকাশ পথে৷ এটিসির নির্দেশের জেরে মাঝ আকাশে মুখোমুখি চলে এল দুই বিমান৷ যার জেরে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হলেন প্রায় পাঁচশো জন যাত্রী৷ যদিও পাইলটের তৎপরতায় শেষ মুহূর্তে এড়ানো গিয়েছে দুর্ঘটনা৷ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এটিসি কিভাবে এমন একটি গাফিলতি করল, তাও খতিয়ে দেখা হচ্ছে৷

সোমবার ঘটনাটি ঘটেছে তুরস্কের আকাশসীমায়৷ এটিসি সূত্রে খবর, ২৭৫ জন যাত্রী নিয়ে সোমবার ইংল্যান্ডের হিথরো থেকে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে পাড়ি দেয় ইউএল ৫০৪। বিমানটি তুরস্কের আকাশসীমায় ঢোকার সময় ৩৩ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। সেই সময় আঙ্কারার ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)’ থেকে শ্রীলঙ্কার বিমানকে ৩৫ হাজার ফুট উচ্চতায় ওঠার নির্দেশ দেওয়া হয়৷

- Advertisement -

এদিকে ককপিটে বসে শ্রীলঙ্কার বিমান চালক দেখেন, একই রুটে ৩৫ হাজার ফুট উচ্চতায় ২৫০ জন যাত্রী নিয়ে এগিয়ে আসছে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান। অর্থাৎ এটিসির নির্দেশ মেনে বিমানটিকে দু’হাজর ফুট উচ্চতায় তোলার অর্থ দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ৷ ফলে এটিসির নির্দেশ উপেক্ষা করেন চালক। বিমানটিকে ৩৩ হাজার ফুট উচ্চতাতেই রাখেন তিনি। কয়েক পলকের মধ্যে দিয়ে দু’হাজার ফুট উচ্চতায় একই রুট দিয়ে বেরিয়ে যায় অন্য বিমানটি৷ এরপরই এটিসির ভুল ভাঙে৷ পরে নিরাপদে বিমান নিয়ে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ইউএল ৫০৪–এর পাইলটদের সংবর্ধনা জানানো হয় এটিসির তরফে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন: দেশ বাঁচাতে মমতার হাতই ধরল বামেরা, সনিয়াও