Twitter: সিইওর পর বদল টুইটারের প্রাইভেসি পলিসিতেও, নয়া নিয়মগুলি জেনে নিন

0
37

খাস খবর ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এখন পালা বদলের দিন। তার রেশ টুইটারেও। সিইও পদে জ্যাক ডরসির স্থলাভিষিক্ত হয়েছেন পরাগ আগরওয়াল। ২০১৭ সালে টুইটারের চিফ্ টেকনিক্যাল অফিসার নির্বাচিত হয়েছিলেন তিনি। সেখান থেকে এই রূপকথাসম উত্থান।

আরও পড়ুন: ভারত শিক্ষিত হলে তবেই এগোবে আমেরিকা, অনুপম খেরের পোস্টে হাসির রোল ইনস্টায়

- Advertisement -

কিন্তু শুধু সিইও পদেই নয়। পরাগ আগরওয়াল দায়িত্ব নেওয়ার পরপর পরিবর্তন আনা হল টুইটারের প্রাইভেসি পলিসিতেও। ছবি এবং ভিডিও শেয়ার করার ক্ষেত্রে চালু হচ্ছে এই নয়া নিয়ম।

টুইটারের পক্ষ থেকে ব্লগেও এই নির্দেশিকা ঘোষণা করা হয়েছে। সেখানে জানানো হয়, এবার থেকে কোনও ব্যক্তির অনুমতি ব্যতীত তাঁর ছবি বা ভিডিও টুইটারে শেয়ার করা যাবে না। কোনও পোস্ট থেকে যাতে হেনস্থার ঘটনা না ঘটে, সে জন্যই এ ব্যবস্থা। ফলে কারও বাড়ীর ঠিকানা, যে কোনও প্রকার সরকারী পরিচয়পত্র, মেইল আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইল ইত্যাদিও শেয়ার করা যাবে না এখন থেকে।

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্সে বিপাকে পড়েছিলেন টুইটারের নয়া সিইও, জানাচ্ছেন শিক্ষক

এ বিষয়ে টুইটার বেশ কড়া পদক্ষেপই নিচ্ছে বলে জানা গিয়েছে। যদি কেউ উক্ত নিষিদ্ধ বিষয়গুলির কোনও একটি নিয়ে পোষ্ট করে, এবং তাতে যদি কেউ অভিযোগ জানান। নয়া পলিসি অনুযায়ী সঙ্গে সঙ্গেই পোস্টটি ডিলিট করে দেবে টুইটার। এমনই জানাচ্ছে কর্তৃপক্ষ।