ভয়ঙ্কর দিন আসছে, অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে তেলের দাম হবে ১৫০

0
126
petrol diesel

খাস খবর ডেস্ক: এক ভয়ঙ্কর দিন আসতে চলেছে। এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সে দিন আর বেশি দূরে নয়, যখন অতীতের সব রেকর্ড ছাপিয়ে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার হতে চলেছে।

আরও পড়ুন: ইউক্রেনের জন্য নোবেল পদক বিক্রি করছেন রুশ সাংবাদিক

- Advertisement -

মার্কিন যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে প্রতি ব্যারেল তেলের দাম ৫ ডলার ওঠানামা করছে। এ অবস্থায় বাইডেন সরকার তৈল বিক্রয়কেন্দ্রগুলি বন্ধ করে দিয়ে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে সরাসরি তেল সরবরাহ করছে। এরই পাশাপাশি সৌদি আরবকে উত্তোলন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। যদিও সৌদির সাফ দাবি, অন্ততঃ জুলাই অবধি উত্তোলন বাড়ানো সম্ভব নয়।

করোনা অতিমারী এবং রুশ-ইউক্রেন যুদ্ধের কারণেই মূলত এই জ্বালানি সংকট। মুশকিল হচ্ছে, এত দাম বৃদ্ধি সত্ত্বেও তেলের চাহিদা কিন্তু একেবারে-ই কমছে না। বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যেন। এর আগে ২০০৮ সালেও এমন দিন দেখতে হয়েছে বিশ্বকে। সে বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের কারণে তেলের দাম ব্যারেল প্রতি ১৪৫ ডলারে পৌঁছে গিয়েছিল।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

তবে এবার সে নজির-ও ছাপিয়ে যেতে চলেছে। কার্যত অতীতের সব নজির-ই ছাপিয়ে প্রথমবার ১৫০ ডলারের মাইলফলক স্পর্শ করতে চলেছে তেলের দাম। এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের।