পরমাণু অস্ত্র বাড়াতে উদ্যোগী মার্কিন যুক্তরাষ্ট্র

0
144
প্রতীকী ছবি

খাসখবর ডেস্ক: পরমাণু অস্ত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে তীব্র নিন্দা করেছে মস্কো।

বুধবার যুক্তরাজ্য বিবৃতি দিয়ে এই সিদ্ধান্ত জানানোর পরে কড়া প্রতিক্রিয়া জানাল রাশিয়া। এপ্রসঙ্গে ক্রেমলিনের বক্তব্য, “যুক্তরাজ্য যে কথা জানিয়েছে, তা ভিত্তিহীন। রাশিয়া মনে করে, পরমাণু অস্ত্র বাড়ানো নয়, অস্ত্র কমানোই এখন সকলের লক্ষ্য হওয়া উচিত।”

- Advertisement -

আরও পড়ুন-চিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইইউ-র

প্রসঙ্গত, স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে, রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬,৩৭৫টি৷ ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল৷ এরপর দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছিল। দেশটির কাছে এখন ৫,৮০০ টি পারমাণবিক বোমা রয়েছে৷

বুধবার যুক্তরাজ্য জানিয়েছিল, তাদের অস্ত্রভান্ডারে ১৮০টি পরমাণু অস্ত্র আছে। কিন্তু অদূর ভবিষ্যতে তা ২৬০টি করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কারণ হিসেবে রাশিয়া এবং চিন সামনে নিয়ে এসেছে যুক্তরাজ্য।

আরও পড়ুন-রাজনীতির ময়দানে ভাই খুঁজে পেলেন শ্রাবন্তী

এপ্রসঙ্গে তাদের বক্তব্য, গত কয়েক বছরে রাশিয়া যুক্তরাজ্যের সব চেয়ে বড় থ্রেট বা হুমকির কারণ হয়ে উঠেছে। ফলে প্রয়োজনে যাতে রাশিয়ার সঙ্গে মোকাবিলা করা যায়, সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্য জানিয়েছে, যে সমস্ত সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র ছোড়া হয়, সেগুলিও পুরনো হয়ে গিয়েছে। ২০৩০ সালের মধ্যে সেগুলিও বদলের কথা ভাবা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের বিবৃতিকে চিনকেও থ্রেট হিসেবে গণ্য করা হয়েছে। তবে রাশিয়াকে যতটা সরাসরি আক্রমণ করা হয়েছে, চিনকে সেভাবে আক্রমণ করা হয়নি। চিন এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।